কেনিয়ান ও ইথিওপিয়ান বাহিনীর উপর শাবাবের হামলা: হতাহত ৩০

0
247

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় সংঘাত তীব্র হওয়ার সাথে সাথে বিদেশি সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলাও বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতায় সোমালিয়া ও কেনিয়ায় সম্প্রতি বিদেশি বাহিনীর উপর শাবাবের হামলায় অন্তত ১৭ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ও ২৫ জুলাই, সোমালিয়া ও কেনিয়ায় বিদেশি বাহিনীর বিরুদ্ধে ৭টি পৃথক আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। শাবাবের এসকল অভিযানের ৫ টিতেই ৫ ইথিওপিয়ান ও ১২ কেনিয়ান সেনাসহ মোট ১৭ সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৩ এরও বেশি সৈন্য।

আশ-শাবাব প্রশাসন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, মুজাহিদগণ গত বুধবার প্রথম অপারেশনটি পরিচালনা করেছেন কেনিয়ার লামু অঞ্চলের ইশাকানি এলাকায়। অভিযানটি এই এলাকায় কেনিয়ান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হলে অন্তত ৫ সেনা সদস্য নিহত হয় এবং আরও ৪ সেনা সদস্য আহত হয়। এদিন মান্দিরা রাজ্যের ডেমসি এলাকায় মুজাহিদদের অপর এক গেরিলা আক্রমণে অন্তত ১ সেনা সদস্য নিহত হয়।

সূত্রমতে, এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিন সোমালিয়ায় দখলদার ইথিওপিয়ান সৈন্যদের উপরও একটি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। অপারেশনটি বুধবার বিকালে উত্তর-পশ্চিম সোমালিয়ার উপসাগরীয় অঞ্চল কানসাক্সধের জেলায় ইথিওপিয়ান সেনাদের বহনকারী একটি সাঁজোয়া যান টার্গেট করে চালানো হয়। হারাকাতুশ শাবাব প্রশাসনের বিবৃতি অনুযায়ী, মুজাহিদদের এই অভিযানে অন্তত ৫ ইথিওপিয়ান সৈন্য নিহত এবং আরও ৩ সৈন্য আহত হয়েছে।

এমনিভাবে গত ২৫ জুলাই বৃহস্পতিবার, দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বাকুল রাজ্যে ইথিওপিয়ান বাহিনীর ৩টি সামরিক ঘাঁটিতে অভিযান চালান মুজাহিদগণ। এরমধ্যে ওয়াজিদ শহরে একটি সামরিক ঘাঁটিতে মুজাহিদদের নিক্ষিপ্ত মর্টারের আঘাতে অন্তত এক ইথিওপিয়ান সৈন্য আহত হয়।

মুজাহিদগণ ইথিওপিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে অন্য ২টি অভিযান পরিচালনা করেন রাজ্যটির দিনসুর ও বেরি শহরে।
আশ-শাবাব প্রশাসন এক বিবৃতিতে শত্রু বাহিনীর ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিসংখ্যান উল্লেখ ছাড়াই নিশ্চিত করেছে যে, মুজাহিদদের উক্ত ২টি অভিযানেও অনেক দখলদার সৈন্য হতাহত হয়েছে।

এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিন সোমালিয়া ও কেনিয়ার মধ্যবর্তী কৃত্রিম সীমান্ত অঞ্চলেও একটি সফল অভিযান পরিচালনা করেছেন বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, অভিযানটি মান্দিরা শহরে কেনিয়ান বাহিনীর একটি সেনাসমাবেশ লক্ষ্য করে বোমা বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। ফলশ্রুতিতে কেনিয়ান সেনাবাহিনীর ৬ সদস্য নিহত এবং আরও ৫ সদস্য আহত হয়েছে।

উল্লেখ্য যে, প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন কেনিয়ার উত্তরাঞ্চলে সবচাইতে বেশি সক্রিয়। এই অঞ্চলের ৪টি রাজ্যের বিস্তৃত এলাকার উপর নিয়ন্ত্রণ রয়েছে দলটির। আর নিজেদের নিয়ন্ত্রিত এসকল এলাকা থেকে শক্তিবৃদ্ধি করে কেনিয়ান বাহিনীর উপর নিয়মিত হামলা চালাচ্ছেন শাবাব মুজাহিদিন। একই সাথে কেনিয়ায় অবস্থিত পশ্চিমা কেন্দ্র এবং মার্কিন ঘাঁটিগুলিও সময়ে সময়ে অতর্কিত আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করছেন আশ-শাবাব মুজাহিদিন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেনিন ও টোগোতে সামরিক ঘাঁটি লক্ষ করে আল-কায়দার অভিযান: নিহত ২৭
পরবর্তী নিবন্ধউত্তর মালিতে আল-কায়েদার হামলায় ওয়াগনার বাহিনীতে বিপর্যয়: নিহত অন্তত ৮০ সেনা