১৩ দিনে গ্রেপ্তার ১০ হাজারের বেশি ছাত্র-জনতা

0
207
১৩ দিনে গ্রেপ্তার ১০ হাজারের বেশি ছাত্র-জনতা

সারা দেশে আরও অন্তত ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সরকারি বাহিনী। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকে দমন করতে গত ১৩ দিনে সারা দেশে ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিরা ১৭ জুলাই থেকে দেশের মহানগর, জেলা ও থানা-পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন। গতকাল পর্যন্ত সারা দেশে মোট ১০ হাজার ২৮ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।

কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন ১ জুলাই থেকে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলাকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এর পর থেকে সরকারি সশস্ত্র বাহিনী আন্দোলনরত ছাত্র-জনতার উপর সম্মিলিতভাবে ক্র্যাকডাউন চালায়। এতে এখন পর্যন্ত ২১১ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে প্রথম আলো। যদিও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলন তীব্রতর আকার ধারণ করায় ইন্টারনেট বন্ধ করে হামলা-মামলার পথ বেছে নেয় সরকার। বর্তমানে গণগ্রেপ্তারের মাধ্যমে আন্দোলনকে স্তিমিত করাই সরকারের উদ্দেশ্য বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।


তথ্যসূত্র:
১. সারা দেশে আরও ৪০৩ জন গ্রেপ্তার
– https://tinyurl.com/yc5bzt32

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর মালিতে আল-কায়েদার হামলায় ওয়াগনার বাহিনীতে বিপর্যয়: নিহত অন্তত ৮০ সেনা
পরবর্তী নিবন্ধছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ডাকা বাবা-ভাইকে ধরে নিয়ে গেল ডিবি