কলেজপড়ুয়া ছেলেকে গ্রেপ্তার করলো পুলিশ, হার্টঅ্যাটাকে বাবার মৃত্যু

0
128
কলেজপড়ুয়া ছেলেকে গ্রেপ্তার করলো পুলিশ, হার্টঅ্যাটাকে বাবার মৃত্যু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে বিস্ফোরক আইনে করা একটি মামলায় বাসা থেকে কলেজপড়ুয়া ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় বুকে ব্যথা অনুভব করেন ওই ছাত্রের বাবা। এর তিন ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালু হাজি সড়কের একটি বাসায়।

নিহত ব্যক্তির নাম সামছুল আলম (৫২)। পরিবারের ধারণা, পুলিশের অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। গ্রেপ্তার কলেজছাত্রের নাম সাইফ মোহাম্মদ আলী। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

সাইফ মোহাম্মদ আলীর মা তাহমিনা আক্তার বলেন, সাইফ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার নামে কোনো মামলা ছিল না। পুলিশ তাকে জোর করে নিয়ে যাচ্ছিল। এ সময় সাইফের বাবা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে বুকে ব্যথা অনুভব করে তিনি মারা যান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে সাইফকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে সাইফের জামিনের আবেদন করে তার পরিবার। এ সময় সাইফকে বাবার জানাজায় অংশ নিতে একজন আইনজীবীর জিম্মায় বিকেল পাঁচটা পর্যন্ত জামিন দেয় আদালত।

তথ্যসূত্র:
১. লক্ষ্মীপুরে কলেজপড়ুয়া ছেলেকে গ্রেপ্তারের পর বাবার মৃত্যু
– https://tinyurl.com/5e3d54a4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ডাকা বাবা-ভাইকে ধরে নিয়ে গেল ডিবি
পরবর্তী নিবন্ধইরানে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত