হামাসের রাজনৈতিক প্রধান, ইসমাইল হানিয়া বুধবার ভোরে তেহরানে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় মারা গেছেন। হামাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর হানিয়াকে হত্যা করা হয় ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাই, নেতা, মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার সদর দপ্তরে একটি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।’
ইসমাইল হানিয়া ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাকে ‘সন্ত্রাসী’ তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। জানা যায়, কয়েক বছর ধরে হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন।
গত এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলায় হানিয়ার তিন ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ ইসমাইল এবং তার অন্তত তিন নাতি-নাতনি নিহত হন।
তথ্যসূত্র:
১. Hamas political leader Ismail Haniyeh killed in Israeli airstrike in Iran, group says
– https://tinyurl.com/5n6bnds8
২. Hamas’s political chief Ismail Haniyeh assassinated in Iran
– https://tinyurl.com/mry2yftw