খান ইউনিসে ইসরায়েলি অভিযান শেষ, নিহত ৩০০ ফিলিস্তিনি

0
237
খান ইউনিসে ইসরায়েলি অভিযান শেষ, নিহত ৩০০ ফিলিস্তিনি

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে গত নয় দিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
৩০ জুলাই, মঙ্গলবার টেলিগ্রামে এক বিবৃতিতে মিডিয়া অফিস বলছে, গাজার দ্বিতীয় বৃহত্তম শহরটির পূর্ব উপকণ্ঠে নয় দিনের ‘ভয়াবহ গণহত্যায়’ ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৩০০ জন আহত এবং ৩১ জন নিখোঁজ রয়েছে।

চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার আল-নুসেইরাত এলাকায় একটি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আল-বুরেইজে আরেকটি হামলায় ৪ জন নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী ৩১টি বাড়িতে বোমাবর্ষণ চালায়। এসময় এসব বাড়ির বাসিন্দারা ভেতরেই ছিল। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় মোট ৩২০টি বাড়ি এবং আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

মিডিয়া অফিস আরও বলেছে, ‘আমরা খান ইউনিস গভর্নরেটের পূর্বে বেসামরিক নাগরিক এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের ভয়াবহ গণহত্যার কঠোর ভাষায় নিন্দা জানাই।’ একই সঙ্গে গাজায় ‘গণহত্যা’ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিডিয়া অফিস।

ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর, মানুষ পায়ে হেঁটে এবং গাড়িতে করে তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। অনেকেই তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অবস্থায় পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী খান ইউনুসের পূর্ব প্রান্তের বানি সুহাইলা শহরের প্রধান কবরস্থান, পাশাপাশি আশপাশের বাড়ি ও রাস্তায় উচ্ছেদ অভিযান চালিয়েছে।

এক বাসিন্দা ইতিকাদ আল-মাসরি বলেন, ‘আমি ফিরে এসেছি এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখি। আমরা বেঁচে থাকব কি না জানি না, তবে সবকিছু দেশের জন্য।’

অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা একাধিকবার তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ওয়ালিদ আবু নুসাইরা নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা আশা করি শান্তি প্রতিষ্ঠিত হবে এবং নিরাপদে বসবাস করতে পারব।’

যুদ্ধ শুরু হওয়ার দশম মাসে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় পুরো ভূখণ্ড দখল করে ফেলেছে। গত কয়েক সপ্তাহ ধরে হামাসের বিরুদ্ধে নতুন আক্রমণ চালাচ্ছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে, যারা আগেই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।

৯ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি এ হামলায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ৯০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে। জাতিসংঘের এক পরিসংখ্যান অনুসারে, গাজার ২৪ লাখ ফিলিস্তিনির বেশিরভাগই অন্তত একবার যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।


তথ্যসূত্র:
1. Gaza official says 300 killed in Khan Yunis as Israeli army ends assault
– https://tinyurl.com/74vxx2fe
2. Israel army quits east Khan Yunis after killing hundreds more Palestinians
-https://tinyurl.com/38hnpynt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেনিনে আল-কায়েদার পৃথক অভিযানে অন্তত ২৪ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধগাজাজুড়ে ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত