হোটেল, রেস্টুরেন্ট ও জ্বালানি পাম্প স্টেশনগুলোর কর হ্রাস করল ইমারতে ইসলামিয়ার প্রশাসন

0
245

হোটেল, রেস্টুরেন্ট ও জ্বালানি পাম্প স্টেশনগুলোর মুনাফার উপর উল্লেখযোগ্য হারে কর ছাড় দেয়ার ঘোষণা করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। গত মঙ্গলবার সরকারি মিডিয়া ও তথ্য কেন্দ্রে এক সম্মেলনে তারা এই ঘোষণা প্রদান করেছেন। ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমির শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ’র জারিকৃত সর্বশেষ ডিক্রি অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ইতোপূর্বে রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসায় মুনাফার উপর নির্ধারিত কর ছিল ৫ শতাংশ। নতুন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসার ত্রৈমাসিক মুনাফা ৭.৫ লক্ষ আফগানির কম হলে তাদেরকে কেবল ২শতাংশ কর দিতে হবে। তবে মুনাফা এই সীমার বেশি হলে পূর্বের মত ৫ শতাংশ হারেই কর দিতে হবে ব্যবসায়ীদের। এছাড়া প্রতি লিটার জ্বালানির উপর শুল্ক ০.৬ শতাংশ থেকে কমিয়ে ০.২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩০ মে দোকানদারদের জন্য কর হার ০.৫ শতাংশ থেকে কমিয়ে ০.৩ শতাংশ নির্ধারণ করেছিল ইমারতে ইসলামিয়া প্রশাসন। একই সাথে দোকানিদের বার্ষিক বিক্রয় ২০লক্ষ আফগানি পর্যন্ত কর অব্যাহতির ঘোষণা দিয়েছিল এই প্রশাসন। বার্ষিক বিক্রয়ের এই সীমা অতিক্রম করলে তখনই কেবল ০.৩ শতাংশ হারে কর প্রদান করতে হবে।

সম্মেলনে উপঅর্থমন্ত্রী আব্দুল কাহার ইদ্রিস হাফিযাহুল্লাহ ও প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ মূল্যবান বক্তব্য প্রদান করেন। তাঁরা ইমারতে ইসলামিয়া সরকারের কর ছাড় সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। ধীরে ধীরে সম্পূর্ণ করই ছাড় দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মৌলভী আব্দুস সালাম হাফিযাহুল্লাহ। উক্ত সম্মেলনে সংশ্লিষ্ট ব্যবসায়িক ইউনিয়নের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। ইমারতে ইসলামিয়া সরকারের এই উদ্যোগসমূহে দেশে ব্যবসার পরিধি বিস্তার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেছেন ব্যবসায়িক প্রতিনিধিগণ।


তথ্যসূত্র:
1. Tax Reductions Announced for Restaurants, Hotels, Gas Stations
– https://tinyurl.com/55p3fwbv
2. Esteemed Amir-ul-Momineen Reduces Tax for Pump Stations and Hotels
– https://tinyurl.com/ydv49ud9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসমাইল হানিয়াদের শাহাদাতে জিহাদ থেমে যাবে না: একিউএস
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে সামরিক নাইটক্লাবে শাবাবের ইনগিমাসী অপারেশন: হতাহত ১৪১