গাজায় নিহত আরও ২২ ফিলিস্তিনি, প্রাণহানি বেড়ে প্রায় ৩৯ হাজার ৭০০

0
21
গাজায় নিহত আরও ২২ ফিলিস্তিনি, প্রাণহানি বেড়ে প্রায় ৩৯ হাজার ৭০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৩৯ হাজার ৭০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ৮ আগস্ট, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬৯৯ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৯১ হাজার ৭২২ জন ব্যক্তিও আহত হয়েছেন।

গাজার মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী ক্যাম্পের পশ্চিমে এক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।

এছাড়া গাজার মধ্যাঞ্চলের মাঘাজি ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। জাবালিয়া ক্যাম্পের ব্লক-৪ এ বোমা হামলায় নিহত হয়েছে অন্তত তিনজন।

ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের পশ্চিমে আবাসিক অঞ্চলেও হামলা চালাচ্ছে। ঘরবাড়ি ধ্বংস করতে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও দখলদার ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।


তথ্যসূত্র:
1. Gaza death toll nears 39,700 as Israel kills 22 more Palestinians
– https://tinyurl.com/2bbv4kb3
2. Gaza death toll nears 39,700 as Israel kills 22 more Palestinians
– https://tinyurl.com/4t78b2u6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে পুনরায় সচল হল রাষ্ট্রায়ত্ত বাখতার তুলাবীজ তেল কারখানা
পরবর্তী নিবন্ধ“দাওয়াহ ইলাল্লাহ” ফোরাম সচল হয়েছে