মাদরাসা ছাত্রদের ধরে জঙ্গী নাটক সাজাতো আসাদুজ্জামান

0
414
মাদরাসা ছাত্রদের ধরে জঙ্গী নাটক সাজাতো সিটিটিসির আসাদুজ্জামান

২০২১ সালের এপ্রিলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পায় আসাদুজ্জামান। আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে কর্মজীবনে নানা অপকর্ম করে বেড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে ভয়ানক একটি বিষয় হলো, সে জঙ্গী নাটক সাজিয়ে মাদরাসা ছাত্রসহ অন্য সরকারবিরোধী পক্ষকে জেল-জুলুমের শিকার বানাতো। দেশ টিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

আসাদুজ্জামান বিসিএসের ১৮ ব্যাচে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দেয়। এরপর থেকে পুলিশের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছে সে। এসময় পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক এবং ডিএমপি কমিশনার হাবিবের সহযোগিতায় সে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়েছে। দুর্নীতি, ঘুষ থেকে শুরু করে মাদক চোরাচালান, নারী পাচার পর্যন্ত করেছে। সাতক্ষীরায় পুলিশ সুপার পদে থাকাকালীন অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে এর একাংশ তৎকালীন পুলিশের মহাপরিচালক শহিদুল হককে দিতো আসাদুজ্জামান। একবার ঢাকা আসার পথে আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনার শিকার হলে তার গাড়িতে ১ কোটি টাকা পাওয়া যায়। তবে ক্ষমতা প্রয়োগ করে সে বিষয়টিকে থামাচাপা দেওয়া হয়েছে বলে জানায় দেশটিভি।

বগুড়াতে এসপি হিসেবে দায়িত্বপালনকালে তৎকালীন হাসিনা সরকারের নির্দেশে জঙ্গী নাটক সাজাতে শুরু করে আসাদুজ্জামান। ২০১৭ সালের পর থেকে তার নেতৃত্বে একের পর এক জঙ্গী অভিযান দেখা যায়। এরপর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশাল অংকের ঘুষ দিয়ে নিজ ব্যাচ ও উপরস্থ ব্যাচকে টপকে ডিআইজি হিসেবে সিটিটিসির প্রধান হিসেবে দায়িত্ব পায় সে বলে জানিয়েছে দেশ টিভি। এসময় থেকে সরকার বিরোধী এবং মাদরাসা ছাত্রদের গুম করে দীর্ঘদিন পর তাদেরকে মিডিয়ার সামনে জঙ্গী হিসেবে উপস্থাপন করতে শুরু করে আসাদুজ্জামান।


তথ্যসূত্র:
১. জঙ্গি নাটক সাজাত সিটিটিসির আসাদুজ্জামান
– https://tinyurl.com/3xa265pd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ“দাওয়াহ ইলাল্লাহ” ফোরাম সচল হয়েছে
পরবর্তী নিবন্ধবুরকিনান সেনা কনভয়ে আল-কায়েদার অ্যাম্বুশে ২৮০ সেনা নিহত এবং ১১৬টি যান ধ্বংস