নগদ টাকা, ডলার, স্বর্ণসহ গণপূর্তের প্রকৌশলী শিক্ষার্থীদের হাতে আটক

0
170
নগদ টাকা, ডলার, স্বর্ণসহ গণপূর্তের প্রকৌশলী শিক্ষার্থীদের হাতে আটক

বরিশালে প্রায় ২৬ লাখ নগদ টাকা, ১০ হাজার ডলার ও প্রায় এক কেজি সোনার গয়নাসহ গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের এক প্রকৌশলী আটক হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরের সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে ওই প্রকৌশলীর গাড়ি তল্লাশি করে এসব অর্থ ও স্বর্ণালংকার পান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ওই প্রকৌশলীর নাম মো. হারুন অর রশিদ। সে পটুয়াখালী গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছে, আটক প্রকৌশলী এই টাকার সঠিক পরিমাণ ও উৎসের প্রমাণ দিতে পারেনি। তাকে পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সোমা সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার নগরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছিলেন শিক্ষার্থীরা। অন্যদিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে কালো রঙের একটি প্রাইভেট কারে করে পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিল পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ। বিকেলে বরিশাল নগরের চৌমাথা এলাকায় পৌঁছালে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শিক্ষার্থীরা গাড়িটি থামান। পরে গাড়িটি তল্লাশি করে নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকার পাওয়া যায়।

সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিএনসিসির সদস্য শাকিল হোসেন বলেন, হারুন অর রশিদের কাছে বিপুল নগদ টাকা, ডলার, সোনার গয়না ও ব্যাংকের চেক পাওয়া গেলে সেনাবাহিনীর টহল দলকে খবর দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে হারুন অর রশিদকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন।


তথ্যসূত্র:
১. নগদ টাকা, ডলার ও সোনাসহ গণপূর্তের প্রকৌশলীকে আটকালেন শিক্ষার্থীরা
– https://tinyurl.com/242npajd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় স্কুলে ইসরায়েলি হামলা; নিহত শতাধিক
পরবর্তী নিবন্ধবিএম২১ ও অন্যান্য আধুনিক সমরাস্ত্র বিদ্যায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী