ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর্টিলারি বিভাগ থেকে সম্প্রতি ৬০ জন তরুণ সৈন্য সফলভাবে বিএম২১ চালনার পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই সৈন্যগণ ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর বিভিন্ন আঞ্চলিক ইউনিট ও সাব টিমের সদস্য। তাদের সম্মাননা প্রদান উপলক্ষে গত ৭ই আগস্ট সংশ্লিষ্ট আর্টিলারি বিভাগ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ক্বারী মুহাম্মদ ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ ও উপপ্রধান হাজী মালি খান সাদিক হাফিযাহুল্লাহ। উল্লেখ্য যে, বিএম২১ হল একাধারে অনেকগুলো রকেট লঞ্চার সমন্বিত আধুনিক সামরিক যান।
অনুষ্ঠানে পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতির জন্য আধুনিক সমরাস্ত্রের প্রায়োগিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন ক্বারী ফাসিহউদ্দিন হাফিযাহুল্লাহ। একই সাথে জিহাদে মহান আল্লাহর উপর ভরসার অপরিহার্যতার বিষয়েও তিনি আলোকপাত করেন। বিএম২১ এর মত আধুনিক সমরাস্ত্র ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা বিভাগে অন্তর্ভুক্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন আর্টিলারি বিভাগের উপপরিচালক মোল্লা সাদিকুল্লাহ মেস্তেরি হাফিযাহুল্লাহ।
এছাড়া সম্প্রতি ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও উপবিভাগের ১৫৩ জন তরুণ সফলভাবে তাদের সেনা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এটি ছিল ৬ মাসের একটি স্নাতক সেনা প্রশিক্ষণ কর্মসূচি। এটি আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত হয়েছিল। এই প্রশিক্ষণ কর্মসূচির বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত ছিল আর্টিলারি প্রশিক্ষণ (কামান বা মর্টার জাতীয় ভারী যুদ্ধাস্ত্র চালনা সম্পর্কিত প্রশিক্ষণ), সামরিক যান চালনা, যোগাযোগ ও প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান। গত ৫ আগস্ট একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এই স্নাতক সম্পন্নকারীদের সম্মাননা প্রদান করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে সৈন্যগণ রক্তের বিনিময়ে হলেও ইসলামী শরীয়াহ ও জাতিকে রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র:
1. Chief of Armed Forces Attends Graduation Ceremony of BM 21 Professional Course
– https://tinyurl.com/ew5r8sh4
2. 153 Young Personnel Graduate from Abdullah bin Masoud Military Joint Training Command
– https://tinyurl.com/5n7na2xy