পাকিস্তানে প্রতিরোধ যোদ্ধাদের অ্যাম্বুশে অন্তত ৩৪ সেনা হতাহত

0
321
পাকিস্তানে প্রতিরোধ যোদ্ধাদের অ্যাম্বুশে অন্তত ৩৪ সেনা হতাহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রত্যন্ত ৩টি এলাকায় একযোগে অ্যাম্বুশ করেছেন দেশটির ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৩৪ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক গণমাধ্যম ট্রাবল নিউজ উর্দু-এর তথ্যসূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাতে উক্ত অ্যাম্বুশটি করা হয়। এসময় হালকা ও ভারী অস্ত্র দিয়ে প্রথমে হামলাটি চালানো হয় পাখতুনখোয়া অঞ্চলের তিরাহ উপত্যকায় অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর জিঙ্গাই নামক চেকপোস্টে। এতে উভয় বাহিনীর মাঝে তীব্র লড়াই ছড়িয়ে পড়ে এবং তা কয়েক ঘন্টা চলতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে পাকিস্তান সামরিক বাহিনী চেকপোস্ট ছেড়ে পালিয়ে গেলে এর নিয়ন্ত্রণ নেন প্রতিরোধ যোদ্ধারা। তবে পলায়নের আগ পর্যন্ত চেকপোস্টের ১২ সেনা সদস্য নিহত এবং একজন ক্যাপ্টেন সহ আরও ১৫ সেনা সদস্য আহত হয়েছে। একই সাথে আরও ৫ সেনা সদস্য নিখোঁজ হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুজাহিদগণ চেকপোস্ট থেকে গনিমত হিসেবে অর্জিত ৫টি G-3 বন্দুক, ২টি এলএমজি, ২টি আরপিজি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

এদিকে অভিযান চলাকালে জিঙ্গাই চেকপোস্টে আটকা পড়া সেনা সদস্যদের সহায়তায় একটি সামরিক কনভয় এগিয়ে আসার চেষ্টা করেছিল। তবে কনভয়টি ঘটনাস্থলের কাছাকাছি আসলে শক্তিশালী একটি আইইডি বিস্ফোরণের কবলে পরে, যা মুজাহিদিনরা সতর্কতার জন্য আগে থেকেই রাস্তায় স্থাপন করে রেখেছিল। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া একটি সাঁজোয়া যান ধ্বংস হয়ে যায়। এতে কনভয়টি সামনে আগ্রসর হওয়া থেমে যায়। আর তখনই পাহাড়ের চূড়া থেকে কনভয়টি লক্ষ্য করে শুরু হয় প্রতিরোধ যোদ্ধাদের গুলাগুলি। ফলশ্রুতিতে অনেক সৈন্য হতাহত হয় এবং বেঁচে যাওয়া বাকি সৈন্যরা কয়েকটি যানবাহন ফেলে রেখেই পালিয়ে যায়।

পরে বেঁচে যাওয়া সৈন্যরা কাছাকাছি অবস্থিত “বাগ” নামক স্থানে সেনাবাহিনীর অন্য একটি ইউনিটের সাথে একত্রিত হয়। তখন প্রতিরোধ যোদ্ধারা সেখানেও হামলা চালান। এতে পাকিস্তান সামরিক বাহিনীর আরও ৭ সদস্য হতাহত হয়।

সূত্রমতে, এই অ্যাম্বুশটি পাকিস্তান ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ বাহিনী হাফিজ গুল বাহাদুর (এইচজিবি) গ্রুপ এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদগণ যৌথভাবে পরিচালনা করছেন বলেও জানা যায়। সংক্ষিপ্ত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিতও করেছে হাফিজ গুল বাহাদুর গ্রুপ। জানা যায় যে, অপারেশনের নেতৃত্ব দিয়েছেন কমান্ডার তারিক আফ্রিদি, যিনি সম্প্রতি এইচজিবি গ্রুপের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন।


তথ্যসূত্র:
1. پاکستان: تيرا کې پر يوه پوسته برید کې شاوخوا شل عسکر مړه او ټپيان شوي
– https://tinyurl.com/57jwjryh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ মিলিশিয়া দ্বারা রাখাইনে গণহত্যা অব্যাহত: নিহত দুই শতাধিক রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধডিবি অফিস ও কারাগারে ভয়ংকর নির্যাতনের বর্ণনা দিলেন জবি সমন্বয়ক