এবার সালমান এফ রহমান ও আনিসুল হক আটক

0
54
এবার সালমান এফ রহমান ও আনিসুল হক আটক

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসনের সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ আগস্ট, মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছে গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলো বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যায়। বেশ কয়েকজন এমপি-মন্ত্রী এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছে। এবার সালমান এফ রহমান ও আনিসুল হকের গ্রেফতার হওয়ার কথা জানা গেল।


তথ্যসূত্র:
১. যেভাবে গ্রেফতার হলেন সালমান এফ রহমান
– https://tinyurl.com/ya255zpc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদোকানে টাকা বাকি রেখেই পালালো ঢাবি ছাত্রলীগ নেতারা
পরবর্তী নিবন্ধবিগত বছর স্বদেশে ফিরেছেন ১৮লাখ ৭৯হাজারের অধিক আফগান শরণার্থী