চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো ভারতীয় বাহিনী

0
260
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো ভারতীয় বাহিনী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুহাম্মাদ আব্দুল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। রোববার (১১ আগষ্ট) রাতে উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করে আবদুল্লাহকে হত্যা করে। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। সোমবার (১২ আগস্ট) রাত পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান বলেন, সীমান্ত এলাকা থেকে একজন বাংলাদেশি মারা গেছেন এমন তথ্য জেনেছি। এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ এখনও চিঠির উত্তর দেয়নি।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।


তথ্যসূত্র:
১. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ
– https://tinyurl.com/4sad3kkv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও দেড়শ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধআন্দোলনের পক্ষে ফেসবুকে সরব থাকায় শিক্ষিকাকে ছুরিকাঘাত