আন্দোলনের পক্ষে ফেসবুকে সরব থাকায় শিক্ষিকাকে ছুরিকাঘাত

0
327
আন্দোলনের পক্ষে ফেসবুকে সরব থাকায় শিক্ষিকাকে ছুরিকাঘাত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তাহমিনা ইয়াছমিন নুপুর (২৮) নামে এক স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে লেখালেখি করার জের ধরে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বসুরহাট টি অ্যান্ড টি রোডে এ ঘটনা ঘটে।

আহত তাহমিনা ইয়াছমিন বসুরহাট একাডেমি স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাহমিনা বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৪ আগস্ট) সকালে বসুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন বসুরহাট একাডেমির শিক্ষার্থীরা।

শিক্ষিকার বাবা আবুল বাসার বাহার জানান, সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিল তাহমিনা।

স্কুলের কাছাকাছি টি অ্যান্ড টি এলাকায় পৌঁছাতেই দুই-তিনজন ব্যক্তি তার পথরোধ করে। একজন পেছন থেকে তার মাথায় রড দিয়ে আঘাত করে। আরেকজন তার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা তাহমিনাকে হাসপাতালে নিয়ে যান।
আন্দোলনের শুরু থেকেই কোটা সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন নুপুর।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানায়, শিক্ষিকা তাহমিনা ইয়াসমিনের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে কারা এ হামলায় জড়িত, সেটি এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
১. কোটা আন্দোলনের পক্ষে লেখালেখি করায় শিক্ষিকাকে ছুরিকাঘাতের অভিযোগ
– https://tinyurl.com/h2u9yt5v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত, মোট সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই