ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত, মোট সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই

0
123
ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত, মোট সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সন্ত্রাসী ইসরায়েলের চলমান বর্বর হামলায় আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে মৃতের সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে। আহতের সংখ্যা ৯২ হাজারেরও বেশি, যা এই মানবিক বিপর্যয়কে আরও গভীর করেছে।

১৩ আগষ্ট, মঙ্গলবার আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, সন্ত্রাসী ইসরায়েল গাজা উপত্যকায় পৃথক দুইটি গণহত্যা চালিয়েছে এতে ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ৮৮ জন গুরুতর আহত হয়েছেন।

সংবাদ মাধ্যম ওয়াফা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার আল-বুরেইজ ক্যাম্পের একটি বাড়িতে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় আজ (বুধবার) সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহতে হানাদার বাহিনীর বোমাবর্ষণে দুই শিশুসহ অন্তত চার বেসামরিক লোক নিহত হয়।

স্থানীয় সূত্র জানায় যে দখলদার বাহিনী দেইর আল-বালাহ শহরের পূর্বে কাস্তাল টাওয়ারে বোমাবর্ষণ করেছে, যার ফলে চারজন বেসামরিক লোক নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর  থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে এখন পর্যন্ত ৯২,১৫২ জন আহতের পাশাপাশি ৩৯,৮৯৭ নথিভুক্ত ফিলিস্তিনির প্রাণহানির ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই মহিলা এবং শিশু।


তথ্যসূত্র:
1. Gaza death toll approaches 40,000 as Israel kills 32 more Palestinians
– https://tinyurl.com/mwx95upf
2. Death toll across Gaza Strip surges to 39,929, over 91,240 inured
– https://tinyurl.com/yn98wzpp
3. Seven civilians killed in Israeli airstrike on al-Bureij camp in central Gaza Strip
-https://english.wafa.ps/Pages/Details/148027

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনের পক্ষে ফেসবুকে সরব থাকায় শিক্ষিকাকে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধগাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ১৭