ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামের এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।
আটক রাজের বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ৫৮ বিজিবির পরিচালক মো. আজিজুস শহীদ।
তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামের এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে পলাতক ছিল পিভি জন। সবশেষ সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে আবারও তাকে আটক করা হয়।
আটক ভারতীয় পুলিশ সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। পরে মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত হাজির করলে রাতেই তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে। এরপর রাত ৮টার দিকে আটক ওই ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।
তথ্যসূত্র:
১. সীমান্তে আটক ভারতীয় পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যা জানা গেল
– https://tinyurl.com/2hp68hfv