সোমালি সেনা ঘাঁটি ও কনভয়ে শাবাবের অভিযানে অন্তত ৪০ সেনা নিহত

0
419
সোমালি সেনা ঘাঁটি ও কনভয়ে শাবাবের অভিযানে অন্তত ৪০ সেনা নিহত

হারাকাতুশ শাবাব মুজাহিদিনের সামরিক নেতৃত্ব এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, মুজাহিদগণ সোমালিয়ার রাজধানী মোগাদিশু এবং দক্ষিনাঞ্চলীয় শাবেলি রাজ্যে ২টি সফল অভিযান পরিচালনা করছেন। এতে অন্তত ৪০ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

বিবৃতি অনুযায়ী, গত ১৩ আগস্ট মঙ্গলবার ভোরে, হারাকাতুশ শাবাব যোদ্ধার পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালিয়েছেন।

আক্রমণটি মধ্য শাবেলি রাজ্যের বালকাদ জেলার উপকন্ঠে ইলবাক এলাকায় অবস্থিত শত্রু সেনা ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। হামলার সময় ঘাঁটিটিতে মোগাদিশু সরকারের স্পেশাল ফোর্সের কয়েক শতাধিক সৈন্য অবস্থান করছিল। আর মুজাহিদগণ এই বিপুল সংখ্যক শত্রু সৈন্যের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর সকাল বেলায় হামলার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী মুজাহিদগণ মঙ্গলবার সকালে বিভিন্ন দিক থেকে ঘাঁটিতে আক্রমণ চালানো শুরু করেন।

প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে হারাকাতুশ শাবাব নিশ্চিত করেছে যে, ইলবাক সেনা ঘাঁটিতে মুজাহিদদের অতর্কিত আক্রমণে শত্রু বাহিনীর অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে নিহত শত্রু সংখ্যা থেকে আরও কয়েকগুণ বেশি সৈন্য।

বাকি সৈন্যরা মুজাহিদদের হামলা থেকে বাঁচতে আশেপাশের বনাঞ্চলে আশ্রয় নেয়। তখন বনাঞ্চলেও তীব্র লড়াই ছড়িয়ে পড়ে, ফলে আরও বহু সংখ্যক সৈন্য হতাহত হয়। এদিকে মোগাদিশু বাহিনীর এই পলায়নের মধ্য দিয়ে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন মুজাহিদগণ। সেই সাথে ঘাঁটিতে রেখে যাওয়া শত্রু বাহিনীর সমস্ত সামরিক যান, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মুজাহিদগণ গনিমত লাভ করেন।

এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিন রাজধানী মোগাদিশুর বালাদ শহরের উপকণ্ঠেও একটি সেনা কনভয় টার্গেট করে অতর্কিত আক্রমণ চালান। এতে মোগাদিশু বাহিনীর ১টি সাঁজোয়া যান ধ্বংস হয়। সেই সাথে কনভয়ে থাকা অন্তত ১৩ সৈন্য নিহত এবং আরও ৮ এরও বেশি সৈন্য আহত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ১৭
পরবর্তী নিবন্ধসীমান্তে আটক ভারতীয় পুলিশ