স্ত্রীসহ ৩ দিন বয়সী যমজ শিশু হারিয়ে পাগলপ্রায় ফিলিস্তিনি বাবা

0
208
স্ত্রীসহ ৩ দিন বয়সী যমজ শিশু হারিয়ে পাগলপ্রায় ফিলিস্তিনি বাবা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় দুই নবজাতক যমজ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ওই যমজ শিশুর বয়স মাত্র তিন দিন। ঘটনার সময় তাদের বাবা তাদের জন্ম নিবন্ধন করতে ও জন্মসনদ সংগ্রহ করতে স্থানীয় সরকারি অফিসে ছিলেন।

আর সেই সেময়ই ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ হারান তারা। নিহত ওই যমজ নবজাতকের একজন ছেলে শিশু ও অন্যজন মেয়ে শিশু। ১৪ আগস্ট, বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আনাদোলু বলছে, মঙ্গলবার মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নবজাতক যমজ শিশু নিহত হয়েছে। ঘটনার সময় তাদের বাবা স্থানীয় সরকারি অফিসে গিয়েছিলেন।

গত শনিবার গাজার দেইর আল-বালাহ শহরে ওই দুই শিশুর জন্ম হয়েছিল। কিন্তু তাদের অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বর্বর হামলা নবজাতকদের পরিবারের আনন্দকে ধূলোয় মিশিয়ে দিয়েছে।

তাদের বাবা মোহাম্মদ আবু আল-কুমসান আনাদোলুকে বলেন, ‘আমি সবেমাত্র আমার নবজাতক শিশু আইসেল এবং অ্যাসেরের জন্মসনদ পেয়েছি।’

এসময় তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি আরও বলেন, ‘তারা গত ১০ আগস্ট জন্মেছিল। আমি বাড়ির বাইরে ছিলাম, কাগজপত্র চূড়ান্ত করছি এবং তারপরে আমি কল পেলাম… আমি আশা করিনি যে- তার সব হারিয়ে গেছে।’

মোহাম্মদ এবং তার স্ত্রী জুমানা আরাফা ইসরায়েলি আগ্রাসনের কারণে উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। ইসরায়েলি হামলার মধ্যেই চ্যালেঞ্জিং সিজারিয়ান ডেলিভারির পরে মাত্র তিনদিন আগেই তারা তাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছিলেন। যমজ শিশুর জন্মের পর তাদের হৃদয় আনন্দে ভরে উঠেছিল এবং এই দম্পতি তাদের দুই ছোট বাচ্চাকে নিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ সাজাতে চেয়েছিলেন।

সন্তানদের জন্মের তিনদিনের মাথায় জন্মসনদ সংগ্রহ করতে মোহাম্মদ আবু আল-কুমসান মঙ্গলবার স্থানীয় সরকারি অফিসে যান। প্রয়োজনীয় কাজ করার মধ্যেই তিনি একটি ফোন কল পান। আর সেখানেই তাকে জানানো হয়, তার পরিবার যেখানে অবস্থান করছিল সেই অ্যাপার্টমেন্টটিতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

খবর পেয়েই আল-কুমসান ভীত-সন্ত্রস্ত হয়ে দ্রুত দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে ছুটে যান। আর সেখানেই তিনি তার যমজ সন্তানের মৃত্যুর তথ্য পান। মর্গের বাইরে জড়ো হওয়া তার পরিবারকে শোকে ভেঙে পড়তে দেখে তিনি বুঝতে পেরেছিলেন, তার স্ত্রী এবং তাদের নবজাতক যমজ সন্তানও নিহতদের মধ্যে রয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে যার মধ্যে ১৬ হাজার ৪০০-এর বেশি শিশু, ১১৫ জন নবজাতক। এ ছাড়া ৯২ হাজারের বেশি আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. A Gazan father went to register his twins’ births. They were killed in an Israeli airstrike, hospital officials say
– https://tinyurl.com/2k9zuwe3
2. Newborn twins killed in Israeli strike in Gaza as father collects their birth certificates
– https://tinyurl.com/2kmvzc5y
3. Baby twins killed in Gaza as father registered births
– https://www.bbc.com/news/articles/c985y78d0g1o

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে আটক ভারতীয় পুলিশ
পরবর্তী নিবন্ধএক হলের ক্যান্টিনেই ১ লাখ ২৩ হাজার টাকা বাকি ছাত্রলীগ নেতাদের