এক হলের ক্যান্টিনেই ১ লাখ ২৩ হাজার টাকা বাকি ছাত্রলীগ নেতাদের

0
216
এক হলের ক্যান্টিনেই ১ লাখ ২৩ হাজার টাকা বাকি ছাত্রলীগ নেতাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের ক্যান্টিনে ১ লাখ ২৩ হাজার টাকা বাকি খেয়েছে ছাত্রলীগ নেতারা। এর মধ্যে বেশির ভাগ বাকি খেয়েছে হলের শীর্ষ পদ প্রত্যাশীরা।

বুধবার (১৪ আগস্ট) ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির একটি তালিকা দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে আসে। সেখান থেকে হিসাব করে অনলাইন পোর্টালটি জানায়, ৪ মাসে প্রায় ১ লাখ ২৩ হাজার ৩ শত টাকা বাকি খেয়েছে ছাত্রলীগের ১১ নেতা। যার মধ্যে একজন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৬ জন শীর্ষ পদ প্রত্যাশী।

তালিকায় দেখা যায়, ৪ মাসে ১৫ হাজার টাকা বাকি খেয়েছে হল ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী ও ছাত্রলীগ সভাপতি সাদ্দামের অনুসারী আশিক মাহমুদ। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী ও শীর্ষ পদ প্রত্যাশী তাফসীর ৪ মাসে বাকি খেয়েছে ১৩ হাজার ২০০ টাকা। সৈকতের অনুসারী ও শীর্ষ পদ প্রত্যাশী রাশেদুজ্জামান রনি ৩ মাসে বাকি খেয়েছে ১২ হাজার টাকা। সৈকতের আরেক অনুসারী অপু খেয়েছে ১০ হাজার টাকা, সাদ্দামের অনুসারী হেদায়েতুল ইসলাম ২৬ হাজার ৮০০ টাকা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের অনুসারী কৌশিক ৪ হাজার টাকা, ছাত্রলীগ নেতা তুষার ১৬ হাজার ৮০০ টাকা, সাবেক সভাপতি ওয়ালীউল সুমন ৩ হাজার ৫০০ টাকা, আব্দুল্লাহ সোহাগ ১৩ হাজার ৫০০ টাকা এবং আহসানুল হক শিমুল বাকি খেয়েছে ৩ হাজার টাকা।

শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের এমন বাকি খাওয়া ও চাঁদাবাজি করার কারণে ক্যান্টিন মালিক খাবারের দাম বাড়িয়েছেন এবং মান খারাপ করেছেন। আর ফল ভোগ করেছি আমরা সাধারণ শিক্ষার্থীরা। আমাদের টাকায় খেয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এই টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।


তথ্যসূত্র:
১. ঢাবির এক হলের ক্যান্টিনেই ছাত্রলীগের বাকি ১ লাখ ২৩ হাজার টাকা
– https://tinyurl.com/5tfrcpcv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীসহ ৩ দিন বয়সী যমজ শিশু হারিয়ে পাগলপ্রায় ফিলিস্তিনি বাবা
পরবর্তী নিবন্ধগাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়াল