ভারতের মুজাফফরনগর জেলের মসজিদে মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে

0
91
Muslims Barred from Offering Prayers in Muzaffarnagar Jail Mosque

ভারতের মুজাফফরনগর জেলা কারাগার প্রশাসন জেল কমপ্লেক্সের মধ্যে অবস্থিত একটি মসজিদে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করেছে।এই মসজিদে স্থানীয় মুসলমানরা ১০০ বছরেরও বেশি সময় ধরে নামাজ পড়ে আসছে। এই নিষেধাজ্ঞা মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। তারা এই পদক্ষেপকে তাদের ধর্মীয় ঐতিহ্যের উপর অন্যায় হস্তক্ষেপ হিসাবে দেখছেন।

ব্রিটিশ শাসনামলে ১৮৩৮ সালে নির্মিত মসজিদটি মুজাফফরনগর জেল প্রাঙ্গণে অবস্থিত। এক শতাব্দীরও বেশি সময় ধরে আশেপাশের এলাকায় বসবাসকারী মুসলমানরা তাদের প্রতিদিনের নামাজের জন্য মসজিদটি ব্যবহার করে আসছেন। তবে বর্তমানে কারা কর্তৃপক্ষ স্থানীয় মুসল্লিদের মসজিদে প্রবেশে নিষেধ করেছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাফি বলেন, “আমাকে নিরাপত্তা কর্মীরা গেটে থামিয়ে দিয়েছিল। তারা আমাকে বলেছিল যে জেলার আদেশ দিয়েছেন যে কাউকে নামাজের জন্য ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি জেলারের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি শুধু শুনতে অস্বীকারই করেননি বরং আমাকে হুমকিও দিয়েছেন,”।

এলাকার অন্যান্য মুসলমানরাও জেল প্রশাসনের বিরুদ্ধে কঠোরতার অভিযোগ করেছে। খবরে বলা হয়েছে, মসজিদে প্রবেশের চেষ্টাকারী মুসল্লিদের নিরাপত্তার কারণ দেখিয়ে জেল গেটের বাইরে পুলিশ পোস্টে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বলেন, “আমরা কয়েক প্রজন্ম ধরে এখানে নামাজ পড়ে আসছি। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এখন হঠাৎ করে আমাদের সাথে বহিরাগতদের মতো আচরণ করা হচ্ছে। এটা চরম অন্যায়।”

এ ঘটনায় বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরী হয়েছে। অনেকে মসজিদে অবিলম্বে প্রবেশাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। মুসলিম সম্প্রদায় কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এবং জেল কমপ্লেক্সের মধ্যে তাদের দীর্ঘস্থায়ী ইবাদতের ঐতিহ্যকে অব্যাহত রাখার দাবি করছেন।

একজন স্থানীয় প্রতিবাদকারী বলেছেন, “এটি কেবল নিরাপত্তার বিষয় নয়; এটি আমাদের ধর্মীয় অধিকারের প্রতি সম্মানের বিষয়। আমরা আশা করি প্রশাসন আমাদের উদ্বেগের কথা শুনবে এবং শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানের উপায় বের করবে।”


তথ্যসূত্র:
1.UP: Muslims Barred from Offering Prayers in Muzaffarnagar Jail Mosque
– https://tinyurl.com/4ptctytj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে আল-কায়েদার ইস্তেশহাদী হামলায় অন্তত ৫০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১ জন বেসামরিক লোক নিহত হয়েছে