গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত

0
74
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত

গাজা উপত্যকায় ১৭ আগস্ট, শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় ৯ শিশু, তিন নারীসহ একটি ফিলিস্তিনি পরিবারের ১৫ জন নিহত হয়েছে। অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাসাল বলেন, আজলাহ পরিবারের বাড়ি ও আল-জাওয়াইদায় তাদের গুদামে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। তিনি নিহতদের তালিকাও দিয়েছেন, যাদের মধ্যে ৯ শিশু ও তিন নারী রয়েছে।

মধ্যরাতের পরপরই হামলাটি হয় বলে আহমেদ আবু আল-ঘৌল নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। উদ্ধারকারীরা মাটির সঙ্গে মিশে যাওয়া বাড়িটির ধ্বংসাবশেষ থেকে মরদেহ টেনে বের করছিলেন। এ সময় আহমেদ আবু আল-ঘৌল বলেন, “তিনটি রকেট বাড়িটিতে সরাসরি আঘাত হানে।” “ভেতরে অসংখ্য শিশু ও নারী ছিল…তাদের অপরাধ কি ছিল যে তাদের এমন পরিণতি হলো?”

এই হামলার শেষে সূর্যোদয়ের পর ধারণ করা এএফপিটিভির ফুটেজে উদ্ধারকর্মীদের ধসে পড়া স্তুপকৃত কংক্রিটের ব্লকের নিচ থেকে মরদেহ খুঁজতে দেখা যায়।

দখলদার ইসরায়েল ও হামাসের মুজাহিদদের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সন্ত্রাসী ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে গাজায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।


তথ্যসূত্র:
1. Israel-Gaza war: new evacuation orders in Gaza as 15 reported killed in Israeli strike – as it happens
– https://tinyurl.com/44rz2u7k
2. Gaza live: Israeli strike kills 15 members of same family in central Gaza
– https://tinyurl.com/yc69yr8d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বামী জেলার, ঘুষের টাকায় কোটিপতি স্ত্রী
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে অন্তত ২৭ সেনা নিহত