আফগানিস্তানের রাজধানী কাবুলে সম্প্রতি উজবেকিস্তান, আজারবাইজান ও আফগান প্রতিনিধিদলের একটি ত্রিপক্ষীয় একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন উজবেক শিল্প-বাণিজ্য মন্ত্রী, আজারবাইজানের অর্থপ্রতিমন্ত্রী এবং ইমারতে ইসলামিয়া সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও আফগানিস্তানের একাধিক খাতে বিনিয়োগে উৎসাহিত করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া আফগানিস্তানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশসমূহের সাথে যোগাযোগ সহজতর করা, আফগানিস্তান ও উজবেকিস্তানে ট্রেড-হাউজ স্থাপন ইত্যাদি বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
গত তিন বছরে চীন, ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, যুক্তরাজ্য, রাশিয়া, কাতার ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিগণ আফগানিস্তান সফর করেছে। সব মিলিয়ে প্রায় ৪০টি প্রতিনিধিদল এখানে বৈঠক করেছে। এর মধ্যে চীন ও কাতার ইতোমধ্যে আফগানিস্তানের একাধিক খাতে বিনিয়োগ করেছে।
বিগত সৌর হিজরি বছর (১৪০২ সাল) আফগানিস্তান প্রায় ২.০২৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে পাকিস্তানে রপ্তানি করেছে ১.১৭৮ বিলিয়ন ডলারের পণ্য। এছাড়া ভারত, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ইরানে যথাক্রমে ৪১৬ মিলিয়ন, ৩৪ মিলিয়ন, ২৮ মিলিয়ন ও ২৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে প্রায় ৩৬ শতাংশ হল তাজা ও শুকনো ফল।
তথ্যসূত্র:
1. Afghanistan, Uzbekistan, and Azerbaijan Hold Trilateral Meeting in Kabul
– https://tolonews.com/business-190260