ইরানের চাবাহার সমুদ্রবন্দর হয়ে প্রথম খনিজ পাথর রপ্তানি করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
14

সম্প্রতি আফগানিস্তানের নিমরুজ প্রদেশ থেকে মূল্যবান খনিজ পাথরের প্রথম চালান চীনে রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই চালানে খনিজ পাথর বোঝাই ১২টি ট্রাক ছিল। ইরানের চাবাহার সমুদ্রবন্দরকে মাধ্যম করে এই রপ্তানি কার্যক্রমটি পরিচালিত হয়েছে।

স্থলবেষ্টিত দেশ হওয়ায় সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি প্রবেশ করতে পারে না আফগানিস্তান। তাই পাকিস্তানের সমুদ্রবন্দরের উপরই এই যাবত পর্যন্ত নির্ভরশীল ছিল দেশটি। কিন্তু পাকিস্তানের সমুদ্রবন্দর কেন্দ্রিক এই বাণিজ্য প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এছাড়া সাম্প্রতিক সময়ে আফগান-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রায়ই উথান-পতন পরিলক্ষিত হচ্ছে। তাই বিকল্প বাণিজ্যিক পথ প্রতিষ্ঠা করা আফগান ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের দাবি ছিল।

এর বিপরীতে ইরানের চাবাহার সমুদ্রবন্দর কৌশলগত ও বাণিজ্যিক কারণে আফগানিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। এটির মাধ্যমে চীন, ভারত, বাংলাদেশ, তুরস্ক ও ইউরোপীয় দেশসমূহের সাথে আন্তর্জাতিক বাণিজ্য ক্রমেই সহজতর হচ্ছে আলহামদুলিল্লাহ। এটির অন্যতম সুবিধা হল পরিবহন ব্যয় ও সময়ের সাশ্রয়। এছাড়া এটি ব্যবহারের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে পাকিস্তানের উপর তালেবান প্রশাসনের একক নির্ভরশীলতা ক্রমশই হ্রাস পাচ্ছে।


তথ্যসূত্র:
1. Export of Precious Stones from Afghanistan to China Inaugurated via Chabahar Port
– https://tinyurl.com/2n8umdfy
2.` First Afghan Mineral Shipment Exported to China via Chabahar Port
– https://tinyurl.com/3p4uz8yt
3. First consignment of Afghan mineral stones headed to China from Chabahar port
– https://tinyurl.com/2ftetze6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলের বিমান হামলায় মা ও তার দুই সন্তানসহ নয়জন নিহত
পরবর্তী নিবন্ধস্বামী জেলার, ঘুষের টাকায় কোটিপতি স্ত্রী