বিগত ১৭ই আগস্ট আফগানিস্তান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে উজবেক-আফগান প্রতিনিধি দলের বৈঠক। এই বৈঠকে উভয় দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত ৩৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সকল চুক্তির সর্বমোট মূল্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি ছিল ১২টি, যার চুক্তিমূল্য ১.৪ বিলিয়ন ডলার। অবশিষ্ট ১৩টি ছিল বাণিজ্যিক চুক্তি, যার মূল্য ১.১ বিলিয়ন ডলার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। আর উজবেকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুল্লাহ নিগমাতোভিচ আরিপভ।
এছাড়া উভয় দেশের বেসরকারি খাতের উপস্থিতিতে আফগান-উজবেক বাণিজ্যিক সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় উভয় দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী উপস্থিত ছিলেন। উভয় দেশের সাথে সংশ্লিষ্ট রেলপথ, বিদ্যুৎ, বাণিজ্য, ট্রানজিট ও ভিসানীতি ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন ইমারতের ইসলামিয়া সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। তিনি আফগানিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে উজবেক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
একই দিনে কাবুলে উজবেক পণ্য প্রদর্শনীরও আয়োজন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রী, কর্মকর্তাগণ ও বেসরকারি খাতের সদস্যগণ এটি পরিদর্শন করেছেন। স্বাক্ষরিত চুক্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াসকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের বেসরকারি খাতের সদস্যগণ।
তথ্যসূত্র:
1. 35 Investment, Trade Agreements Signed Between Afghanistan, Uzbekistan
– https://tinyurl.com/bde8xyk4
2. Afghanistan and Uzbekistan Sign $2.5 Billion Worth of Agreements
– https://tinyurl.com/bdzyc467