ঢাবিতে কুরআন তেলাওয়াতে বাধাদানকারী শিক্ষকের পদত্যাগ, তার কক্ষেই তেলাওয়াত-দোআ

0
162

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। পদত্যাগের সময় অধ্যাপক আব্দুল বাছিরকে নিয়ে কোরআন তেলাওয়াত এবং হাত তুলে দোয়া করেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে অধ্যাপক আব্দুল বাসির। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অধ্যাপক আব্দুল বাছির মৌখিক পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি পদত্যাগ পত্রে স্বাক্ষর করে।

এর আগে দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা কলা অনুষদের সামনে এবং ভিতরে পদত্যাগের দাবিতে মিছিল করে। শিক্ষার্থীদের অভিযোগ সে পলাতক ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছিল এবং শিক্ষার্থীদের উপর হামলা হলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এছাড়া গত রমজানে বটতলায় কোরআন তেলাওয়াত করায় জবাবদিহি করে শিক্ষার্থীদের।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় রমজান মাসকে স্বাগত জানিয়ে চলতি বছরের গত ১০ মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী। পরে এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের শোকজ করে সদ্য পদত্যাগ করা কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাসির। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এ শিক্ষক।


তথ্যসূত্র:
১. ঢাবি কলা অনুষদের ডিনের পদত্যাগ, মোনাজাত দিয়ে বিদায় জানালেন শিক্ষার্থীরা
– https://tinyurl.com/y8haw7j5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত আরও ১৬ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধদেশের অভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বের অবৈধ হস্তক্ষেপ মেনে নিবে না তালেবান সরকার: আফগান প্রতিরক্ষামন্ত্রী