দেশের অভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বের অবৈধ হস্তক্ষেপ মেনে নিবে না তালেবান সরকার: আফগান প্রতিরক্ষামন্ত্রী

0
291

ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও সতর্ক করে বলেন, তাঁরা কখনো শক্তি বা অর্থের নিকট বিক্রি হবে না। কাজেই তারা যেন এই সরকারের উপর অবৈধ রাজনৈতিক কিংবা অর্থনৈতিক চাপ প্রয়োগ থেকে বিরত হন। ব্রিটিশ উপনিবেশ হতে স্বাধীনতার ১০৫তম বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন।

তিনি আফগান মুজাহিদদের দীর্ঘ সংগ্রামের ইতিহাসের স্মৃতিচারণ করে বলেন, তাঁরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কখনো মেনে নেয় নি। ভবিষ্যতেও মেনে নিবে না। বরং পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে এই সরকার।

অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ, অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ, প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফী হাফিযাহুল্লাহ প্রমুখ নেতৃবর্গ।

ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার ১০৫তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতির মাধ্যমে মুজাহিদ ও আফগান নাগরিকদের অভিনন্দন জানিয়েছে ইমারতে ইসলামিয়া সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, তৎকালীন আলেমদের ফতোয়া ও দিকনির্দেশনায় আজ থেকে ১০৫ বছর পূর্বে আফগান মুজাহিদগণ বিট্রিশ উপনিবেশকারীদের বিরুদ্ধে পবিত্র জিহাদে লিপ্ত হয়েছিল। মহান আল্লাহ অনুগ্রহে হানাদার ব্রিটিশ বাহিনী পরাজিত হয়ে আফগান ভূমি হতে পিছু হটতে বাধ্য হয়েছিল। পূর্ববর্তী মুজাহিদগণ জিহাদি প্রচেষ্টার মাধ্যমে কেবল আফগান ভূমিই শত্রুমুক্ত করেন নি, বরং প্রতিবেশী দেশ ও বিশ্বজুড়ে উপনিবেশকারী এই শক্তিকে দুর্বল করে দিয়েছিল। ফলে ব্রিটিশদের বিরুদ্ধে অন্যান্য দেশসমূহের বিজয়ও ত্বরান্বিত হয়েছিল।

পরবর্তীতে আফগান মুজাহিদগণের হাতে পরাজয়ের একই পরিণতি বরণ করেছিল তৎকালীন আরও এক উপনিবেশকারী শক্তি সোভিয়েত ইউনিয়ন। পূর্ববর্তী মুজাহিদদের জিহাদের সেই চেতনা আজও বিদ্যমান রয়েছে আফগান জাতির মাঝে। এই চেতনার মাধ্যমেই সাম্প্রতিক অতীতে আমেরিকা ও ন্যাটো জোটের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল তালেবান মুজাহিদগণ। সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য।


তথ্যসূত্র:
1. IEA’s defense minister says Afghans will never accept world’s ‘illegitimate demands’
– https://tinyurl.com/yx2tkwmd
2. Islamic Emirate statement on Afghanistan’s 105th anniversary of independence from British colonialism
– https://tinyurl.com/3wj3jhpe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে কুরআন তেলাওয়াতে বাধাদানকারী শিক্ষকের পদত্যাগ, তার কক্ষেই তেলাওয়াত-দোআ
পরবর্তী নিবন্ধগাজায় আরও ৩৫ জনের মৃত্যু, জ্বালানি সংকটে বন্ধের শঙ্কায় বহু হাসপাতাল