ইসলামী ব্যাংক থেকে ৭৫ হাজার কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ

0
145

নামে-বেনামে শুধু ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে অন্তত ৭৫ হাজার কোটি টাকা। যার বেশির ভাগই পাচার করেছে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ সদ্য ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিল। সোমবার (১৯ আগস্ট) দৈনিক সমকাল এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল (১৮ আগস্ট) পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট ঋণস্থিতি রয়েছে দেড় লাখ কোটি টাকা। মোট আমানত রয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৪ কোটি টাকা। এসব ঋণের মধ্যে এখন পর্যন্ত এস আলম গ্রুপের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে ৭৪ হাজার ৯৭২ কোটি টাকা, যা মোট ঋণের অর্ধেক। সরাসরি এস আলম গ্রুপের সাত প্রতিষ্ঠানের নামে রয়েছে ১৪ হাজার ৪২৭ কোটি টাকা।

সরেজমিন অনুসন্ধান, ইসলামী ব্যাংকের নথি পর্যালোচনা ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এমন তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সমকাল। বিপুল অঙ্কের ঋণ বের করতে বড় একটি চক্র গড়ে তোলে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই গভর্নর ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার নানা উপায়ে তাকে সহায়তা করে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নানা সুবিধা নিয়ে তার পক্ষে কাজ করে।

৫ই আগস্ট সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকে যে নজিরবিহীন বিক্ষোভ হয়, তার মূল বিষয় ছিল এস আলম গ্রুপের সুবিধাভোগী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণ। গভর্নর রউফ তালুকদার পলাতক অবস্থায় পদত্যাগ করে।


তথ্যসূত্র:

1.ইসলামী ব্যাংকে এস আলমের ৭৫ হাজার কোটি টাকার ঋণ- https://tinyurl.com/3vsc7cud

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আরও ৩৫ জনের মৃত্যু, জ্বালানি সংকটে বন্ধের শঙ্কায় বহু হাসপাতাল
পরবর্তী নিবন্ধ‘প্রতিটি হিন্দুর জন্য একশত মুসলমানকে হত্যা কর’: রাজস্থানের হিন্দু সন্ন্যাসী