সার্জেন্ট নিয়োগে ৬ ছাত্রলীগ নেতার জন্য নওফেলের সুপারিশ

0
236

সার্জেন্ট নিয়োগে ৬ ছাত্রলীগ নেতার জন্য সুপারিশ করেছিল আওয়ামী লীগ নেতা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেল। এ নিয়োগের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর কাছে সুপারিশ করে সে। সাবেক শিক্ষামন্ত্রীর সুপারিশের সেই অফিসিয়াল ডিও লেটার (আধা সরকারি পত্র) গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ডিও লেটার ইস্যু করা হয় ১০ এপ্রিল ২০২৩ সালে। ২০২২ সালের বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে চূড়ান্তভাবে ৭২৬ জনকে নির্বাচিত করা হয়েছিল। নির্বাচিত প্রার্থীরা চলতি বছর ১৬ জুলাই যোগদান করে।

ডিও লেটারে ঐ ৬ জন চাকরি প্রার্থীকে আওয়ামী পরিবারের সদস্য হিসেবে পরিচিত করানো হয় এবং তাদের প্রত্যেকেই ছাত্রলীগের নেতা-কর্মী হিসেবে উল্লেখ করা হয়।

এভাবে ক্ষমতায় থাকাকালীন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাতে অনৈতিক পন্থা অবলম্বন করেছে আওয়ামী লীগ সরকার। এতদিন বিষয়টি ‘ওপেনসিক্রেট’ থাকলেও, ক্ষমতাচ্যুত হওয়ার পর সেগুলো এখন তথ্য-প্রমাণসহ সামনে আসছে।


তথ্যসূত্র:
১. সার্জেন্ট নিয়োগে ৬ ছাত্রলীগ নেতার জন্য সুপারিশ করেছিলেন নওফেল
– https://tinyurl.com/2w79nvzj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পাকতিকা প্রদেশে উদ্বোধন হল পালাতুনি সেচবাঁধ নির্মাণ প্রকল্প
পরবর্তী নিবন্ধভারতের পানিতে আকস্মিক বন্যায় ডুবল বাংলাদেশ