অধিকৃত পশ্চিম তীরে ১০,২০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

0
93

আগস্ট ২০, মঙ্গলবার ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীর জুড়ে একের পর এক আটক অভিযান চালায়ে একজন মহিলা সহ ১০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।

ফিলিস্তিনি কমিশন অফ ডিটেনিস অ্যান্ড এক্স-ডিটেনিজ অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি (পিপিএস) এক যৌথ প্রেস বিবৃতিতে বলেছে যে হেবরন, বেথলেহেম, তুবাস এবং নাবলুসের একাধিক গভর্নরেটে আটকের ঘটনা ঘটেছে।

দুটি সংস্থার মতে, ৭ অক্টোবর, ২০২৩ তারিখে গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে জেরুজালেম সহ পশ্চিম তীর থেকে ১০,২০০ জনেরো বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে আটককৃতরা এবং তাদের পরিবারকে হুমকি প্রদান করা হয়েছে এবং অভিযানের সময় তাদের বাড়িতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে ।

ইসরায়েলের কারাগারগুলোতে অসংখ্য ফিলিস্তিনি নাগরিক বিনা বিচারে ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক আছেন। তাদের অনেকেই বছরের পর বছর কারাবরণ করছেন। আটক ফিলিস্তিনিদের বেশিরভাগই কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারাগারে আছেন। অনেকের বিচারিক প্রক্রিয়াই শুরু হয়নি।


তথ্যসূত্র:
1. Over 10,200 Palestinians detained in occupied West Bank since October 7, says prisoners institutions
– https://tinyurl.com/mr3xcp3f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘প্রতিটি হিন্দুর জন্য একশত মুসলমানকে হত্যা কর’: রাজস্থানের হিন্দু সন্ন্যাসী
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের পাকতিকা প্রদেশে উদ্বোধন হল পালাতুনি সেচবাঁধ নির্মাণ প্রকল্প