পালানোর সময় আটক একাত্তর টিভির ফারজানা রুপা ও শাকিল

0
205

দেশ ছেড়ে পালিয়ে যাবার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সদ্য চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে আটক করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শাকিল আহমেদ ও ফারজানা রুপা দম্পতি ০৮ আগস্ট বুধবার সকালে শাহজালাল বিমানবন্দরে আসে। তাদের সঙ্গে এক কন্যাও ছিল। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (TK-713) যোগে ইস্তানবুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা ছিল।
কিন্তু সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের ডিবির কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। তারা দুজন আওয়ামী লীগপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলো।


তথ্যসূত্রঃ
১. পালিয়ে যাবার সময় একাত্তর টিভির ফারজানা রুপা ও শাকিল আটক
https://tinyurl.com/4rc6m6dt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদহগ্রাম সীমান্ত আইন ভেঙ্গে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় ভারতীয় বাহিনী, বিজিবির বাধা
পরবর্তী নিবন্ধবন্যায় দক্ষিণবঙ্গের কোন জেলায় কী পরিস্থিতি