আদালত চত্বরে সাবেক বিচারপতি মানিকের দিকে জুতা-ডিম নিক্ষেপ

0
115

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। জকিগঞ্জ সীমান্তে শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। আদালত চত্বরে বিক্ষুব্ধ মানুষ তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।

বিচারপতি মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জালিম শেখ হাসিনার পক্ষপাতিত্ব করে একটি টক-শো অনুষ্ঠানের উপস্থাপিকাকে হুমকি-ধমকি দেয় এবং রাজাকারের বাচ্চা বলে আলোচনায় আসে। টিভি অনুষ্ঠানেও তার এমন উগ্র আচরণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। শনিবার আদালত চত্বরে তার দিকে ডিম-জুতা নিক্ষেপ করে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান উপস্থিত মানুষেরা।


তথ্যসূত্র:
১. কারাগারে সাবেক বিচারপতি মানিক – https://tinyurl.com/3xu6tfhf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবন্যা দুর্গতদের সাহায্যার্থে আলেম সমাজ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিল শামীম ওসমান, ডিবিসির সাংবাদিক, বিসিবির পরিচালক ও তাদের বাহিনী