পণ্যের মান নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট ২৪টি নীতিমালা অনুমোদন করল ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
169

দেশীয় পণ্য ও সেবার গুণমত মান নিশ্চিত করার লক্ষে সর্বোচ্চ পরিষদ (সুপ্রিম কাউন্সিল) গঠন করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই পরিষদের সভাপতি হল তালেবান সরকারের অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। গত ২০ আগস্ট কাবুলে অবস্থিত মারমারিন প্রাসাদে এই পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত ২৪টি নতুন নীতিমালা অনুমোদন করা হয়।

এর মধ্যে ১৪টি নীতিমালা হল পণ্যের স্পেসিফিকেশন সংক্রান্ত, অবশিষ্ট ১০টি হল পণ্যের টেস্টিং সংক্রান্ত। আফগানিস্তানের জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- এর টেকনিক্যাল কমিটি নীতিমালাগুলো সভায় উপস্থাপন করে। উক্ত সভায় পরিষদের স্থায়ী সদস্য ও বেসরকারি খাতের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মহাপরিচালক মোল্লা ফয়জুল্লাহ তামিম হাফিযাহুল্লাহ।

সভায় উপপ্রধানমন্ত্রী তার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্য ও সেবার সর্বোত্তম মান নিশ্চিত করতে হবে। তাই অনুমোদিত নীতিমালাগুলো মেনে চলা একান্ত জরুরি। এগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতি তিনি নির্দেশনা প্রদান করেন। বিশেষত তিনি জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়বদ্ধতা তুলে ধরেন। পাশাপাশি নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ দায়িত্ব পালন করতে সর্বোচ্চ পরিষদের সদস্যগণকে আহ্বান জানান।

গুরুত্বপূর্ণ পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য, নির্মাণ সামগ্রী, পেট্রোলিয়াম, রাসায়নিক পদার্থ ও টেক্সটাইল। এগুলোর সঠিক মান নিশ্চিত হলে একদিকে নাগরিকদের স্বাস্থ্য ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত হবে, পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে তা প্রত্যক্ষ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র:
1) Supreme Council for Standards approves 24 new standards in its inaugural meeting.
– https://tinyurl.com/mryajtxa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি
পরবর্তী নিবন্ধশাবাবের পৃথক অভিযানে ইথিওপিয়া ও কেনিয়ার ৪৩ সেনা হতাহত