গাজায় একদিনে ৭১ ফিলিস্তিনি নিহত

0
67

যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৪ আগস্ট, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৩৪ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন ৯৩ হাজারের বেশি ফিলিস্তিনি।
এ ছাড়া ট্যাংক ও বুলডোজার নিয়ে অভিযান চালানোর পর দেইর আল–বালাহ শহর থেকে গত দুইদিনে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে ১ লাখ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এদিকে মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআনের কপি পোড়ানো এবং গাজা উপত্যকায় মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। ২৫ আগস্ট, রবিবার এক বিবৃতিতে এই হামলাকে ঘৃণা ও অপরাধে ভরা ফ্যাসিবাদী আচরণ বলেও উল্লেখ করে সংগঠনগুলো। বিবৃতিতে আরও বলা হয়- কুরআন পোড়ানো, অপবিত্রতা এবং মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনীর চরমপন্থা মনোভাব ফুটে উঠেছে।

আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার ৬১০টি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের হামলায় ২১৪টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত এবং তিনটি গির্জাও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম।


তথ্যসূত্র:
1. Gaza death toll passes 40,400 as Israel kills 71 more Palestinians
– https://tinyurl.com/58ym77xu
2.Gaza death toll passes 40,400 as Israel kills 71 more Palestinians
-https://tinyurl.com/yjjvkpuw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবাবের পৃথক অভিযানে ইথিওপিয়া ও কেনিয়ার ৪৩ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধআয়া থেকে শতকোটি টাকার মালিক “মন্ত্রীর ২য় বউ” খ্যাত মুক্তা রাণী