১২০০ জনেরও অধিক নতুন সেনাসদস্যকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী

0
155
১২০০ জনেরও অধিক নতুন সেনাসদস্যকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী

হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ (রাযিয়াল্লাহু) যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ১২০০ জনেরও অধিক তরুণ সদস্য সফলভাবে তাদের সেনা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩মাসের এই প্রশিক্ষণ কর্মসূচিটি ৮টি পর্বে বিভক্ত ছিল। অংশগ্রহণকারীগণ তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় বিষয়েই শিক্ষা লাভ করেছেন।

নতুন সেনাসদস্যদের সংবর্ধনা উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ। এছাড়া শিক্ষা বিষয়ক উপমন্ত্রী হাফিয আব্দুল মাজেদ হাফিযাহুল্লাহ, প্রধান পরিদর্শক মুফতি লতিফ উল্লাহ হাকিমী হাফিযাহুল্লাহ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তাগণ শারীরিক প্রস্তুতির পাশাপাশি ঈমানি প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার এই পবিত্র দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। সদ্য সেনাসদস্যদের তাদের সুদৃঢ় সংকল্পের উপর অবিচল থাকার আহ্বান জানান কর্মকর্তাগণ। পাশাপাশি তাঁরা সৎ চরিত্রে গুণান্বিত হয়ে জনগণের জন্য আদর্শ স্থাপন করতে ও নাগরিকদের আস্থাভাজন হওয়ার পরামর্শ দেন।

সদ্য স্নাতক লাভকারী সদস্যগণ জনসেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রস্তুতি ব্যক্ত করেন। অবশেষে সদস্যদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


তথ্যসূত্র:
1. Defense Minister Attends Graduation Ceremony of Over 1200 soldiers from Abdullah Bin Masoud Military Joint Training Command
-https://tinyurl.com/6mn4zumr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআয়া থেকে শতকোটি টাকার মালিক “মন্ত্রীর ২য় বউ” খ্যাত মুক্তা রাণী
পরবর্তী নিবন্ধগ্রেফতার হলো হাসানুল হক ইনু