ফারাক্কার ১০৯ টি গেট খুলে দিয়েছে ভারত: আতঙ্কে কুষ্টিয়াবাসী

0
174

ফারাক্কা বাঁধের ১০৯ টি গেট খুলে দেয়ায় কুষ্টিয়া অঞ্চলের মানুষের মাঝে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেল পর্যন্ত কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা ও গড়াই নদীর পানি বিপৎসীমার সোয়া ২ সেন্টিমিটার নিচে রয়েছে।

তবে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার উদয়নগর বিজিবির বিওপি ক্যাম্প ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানায়, নদীর তীরবর্তী কুষ্টিয়া অঞ্চলের কয়েকটি পয়েন্ট ঝূঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে দৌলতপুরে বিজিবির উদয়নগর বিওপি ক্যাম্প ভয়াবহ ঝুঁকিতে মধ্যে রয়েছে। এই ক্যাম্পটির তিনপাশে পদ্মা নদী। এই ক্যাম্পর ৫০ গজের বাইরে পানির অবস্থান।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানায়, উদয়নগর বিওপি ক্যাম্প ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। ক্যাম্পটি খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পের তিনপাশে পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এক দিকে মাত্র ৫০ গজের বাইরে পানি প্রবেশ করেছে।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ক্যাম্পের গুরুত্বপূর্ণ জিনিস সরাতে শুরু করেছি। যেকোনো পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত সৈনিক মোতায়েন রাখা হয়েছে।’

তিনি জানান, ক্যাম্পটি নদীতে বিলিন হলে ওই ক্যাম্পের আওতায় সীমান্তবর্তী এলাকা অরক্ষিত হয়ে পড়বে।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলে, ‘ফারাক্কার পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার ওপর কী প্রভাব পড়বে তা এ অবস্থায় বলা মুশকিল। তবে রক্ষা বাঁধগুলো ভালো রয়েছে। আশা করি তেমন কোনো সমস্যা হবে না।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরো জানান, ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির বিপৎসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সোমবার দুপুরে সেখানে ১২ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে। তবে ফারাক্কার পানি আসায় এর পরিমাণ বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে।

এদিকে সোমবার বিকেলে ফারাক্কার গেট খুলে দেয়ার খবরে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফারাক্কার প্রভাবে রাজশাহী, কুষ্টিয়া ও পাবনায় সর্বোচ্চ ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং প্রবল স্রোতের কারণে নদীর তীরবর্তী মানুষের মাঝে দারুণ শঙ্কা কাজ করছে।


তথ্যসূত্রঃ
১.ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় কুষ্টিয়ায় জনমনে আতঙ্ক
-https://tinyurl.com/yc5hzchp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুতে শাবাবের ইস্তেশহাদী হামলায় অন্তত ৭৯ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধবুরকিনায় আল-কায়েদার দুর্দান্ত অভিযানে ২৫০ শত্রু সেনা নিহত