গাজা জুড়ে বর্বর ইসরায়েলি বিমান হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

0
28

২৬ আগস্ট, সোমবার গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসালের দেয়া এক বিবৃতি,গাজার বিভিন্ন স্থানে বর্বর ইসরায়েলি বিমান হামলায় প্রাথমিকভাবে ৩৬ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে, পৃথক একটি বিবৃতিতে গাজা শহরের জাইনু পরিবারের চার শিশুর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, যার ফলে মৃতের সংখ্যা ৪০-এ পৌঁছে।

উত্তর গাজায় ইসরায়েলের পৃথক দুটি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রথম হামলাটি জাবালিয়া শরণার্থী শিবিরে বেসামরিকদের একটি দলকে লক্ষ্য করে করা হয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। দ্বিতীয় হামলাটি আল-আমাউদি এলাকার একটি আাসিক ভবন কে লক্ষ্য করা হয়েছে এবং সেকখানে আরও দুজন নিহত হয়েছে।

মধ্য গাজায়, পাঁচটি পৃথক বিমান হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রথম হামলাটি গাজা সৈকতে হয়েছিল এবং দ্বিতীয়টি শহরের পশ্চিম অংশে আল-আজিল পরিবারের একটি বাড়িতে। শহরের পশ্চিম অংশে একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে অপর একটি হামলায় জাইনউ পরিবারের চার শিশু নিহত হয়েছে।

কেন্দ্রীয় গভর্নরেট দুইটি পৃথক হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রথমটি দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্বে হারেত আল-জাফরাভির প্রবেশদ্বারে আঘাত হানে,এতে দুইজন নিহত হয়, দ্বিতীয়টি মাগাজি ক্যাম্পের সিডেম পরিবারের একটি অ্যাপার্টমেন্টে আঘাত করে,ফলে একজন শিশুসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়।

এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনিসে,আল-মাওয়াসি এলাকায় একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আরো পাঁচজন নিহত হয়েছে।

গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৪০,৪০০ ফিলিস্তিনি মারা গেছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু এবং ৯৩,৫০০জনের বেশি আহত হয়েছে।
গাজার চলমান অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে এই অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


তথ্যসূত্র:
1. 40 Palestinians killed in Israeli airstrikes across Gaza
– https://tinyurl.com/ycy34mm9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা যেনো জায়োনিস্ট বাহিনীর জন্য এক জীবন্ত কবর
পরবর্তী নিবন্ধআওয়ামী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক