গণহত্যার ৩২৬তম দিন: গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত কয়েক ডজন

0
52

২৭ আগস্ট, মঙ্গলবার গণহত্যার ৩২৬তম দিনে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে শিশু ও মহিলা সহ কয়েক ডজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছে।

গাজার মেডিকেল সূত্র জানিয়েছে যে দখলদার বাহিনী গাজা শহরের পূর্বে তুফাহ পাড়ায় জেনো পরিবারের মালিকানাধীন একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বোমা হামলার পর চারজন নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

ইয়ারমুক স্ট্রিটে তাজ (২) ভবনে আল-নাসান পরিবারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পর মেডিকেল ক্রু এবং সিভিল ডিফেন্স একটি মেয়ে এবং তিন মহিলা সহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে।

মধ্য গাজা উপত্যকার মাগাজি ক্যাম্পের হাদিল টাওয়ারে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় শিশু ও নারীসহ সাত নাগরিক নিহত হয়েছেন।

এছাড়াও গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস ক্যাম্পে জিয়াদা পরিবারের একটি বাড়িতে দখলদারদের বোমা হামলায় চার নাগরিক নিহত এবং অন্যরা আহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৪০৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে যার মধ্যে ১৬ হাজার ৪০০-এর বেশি শিশু, ১১৫ জন নবজাতক। এ ছাড়া ৯২ হাজারের বেশি আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. Day 326 of genocide: Children, women killed by Israeli bombing of Gaza
– https://tinyurl.com/4n3y9v5s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে শরিয়াহ আইন প্রয়োগে জাতিসংঘের উদ্বেগ, ইমারতে ইসলামিয়ার কঠোর প্রতিক্রিয়া
পরবর্তী নিবন্ধরাজস্থানে মুসলমানদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর এবং দুইজন মুসলিমকে মারধর