ভিডিও || খান ইউনুসে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মুজাহিদদের একাধিক অতর্কিত আক্রমণ

0
486

ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনীগুলো গাজায় জায়োনিস্ট আগ্রাসনের প্রতিক্রিয়ায় দীর্ঘ ১১ মাস ধরে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই প্রতিরোধ দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আল-কাসসাম ব্রিগেড।

দলটির মুজাহিদগণ গত ২৬ আগস্ট সোমবার, গাজা উপত্যকার দক্ষিণ খান ইউনুসের একাধিক এলাকায় জায়োনিস্ট বাহিনীর উপর বেশ কিছু অতর্কিত আক্রমণ চালিয়েছেন। এরমধ্যে উল্লেখ যোগ্য একটি অপারেশন চালানো হয়েছে খান ইউনুসের উত্তর-পূর্ব আল-কাররা এলাকায়, যা একটি ভবনে অবস্থান নেওয়া জায়োনিস্ট সৈন্যদের বিরুদ্ধে চালানো হয়েছিল। মুজাহিদগণ ভবনটিতে অবস্থান নেওয়া ২৩ জায়োনিস্ট সৈন্যকে নিষ্ক্রিয় করতে বিভিন্ন দিক থেকে স্থানীয়ভাবে তৈরি কয়েকটি ‘TBG’ থার্মোবারিক ট্যান্ডেম এবং RPG-7 রকেট লঞ্চার ব্যবহার করেন। কাছাকাছি একটি টানেলে ৫ জায়োনিস্ট সৈন্যকে কবর দিতে F-7′ প্রজেক্টাইল আইইডি বিস্ফোরণে বুবি-ট্র্যাপিং করেন।

এদিন মুজাহিদদের উক্ত ২টি অভিযান সহ মোট ৫টি পৃথক অপারেশনে অন্তত ৪০ জায়োনিস্ট সৈন্য হতাহত হয়।

আল-কাসসাম ব্রিগেড এদিন পরিচালিত অভিযান নিয়ে আড়াই মিনিটের দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করেছে, যা ২৬ আগস্ট সন্ধ্যার পর সম্প্রচার করা হয়। ভিডিওতে অভিযানে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে দেখা যায়, ১০ বছর আগে মুসলিম বীরদের নিয়ে লিখিত ঐতিহাসিক নাশিদ “ما وَهَنَا مَا وَهَنَا” এর শব্দমালাগুলো উচ্চারণ করতে করতে শত্রুকে আঘাত করতে এগিয়ে যাচ্ছেন।

ما وَهَنَا مَا وَهَنَا … نَحنُ أحفاد المُتَنَى
– আমরা ভেঙে পড়িনা, পূর্বপুরুষ আমাদের ‘মুসান্না’। ‎
‎ في طريق المجد سرنا … اسألوا التاريخ عنا
– মহিমার দিকে আমাদের পদচারণা, আমরা কারা, ইতিহাসকে শুধাও না। ‎
‎ مجدنا ذات السلاسل … عزنا أسوار تستر
– মহিমার অধ্যায় আমাদের সুদীর্ঘ, তুস্তারের প্রাচীর ইজ্জত আমাদের। ‎
‎ واسألوا قصر المدائن … إذ به القعقاع كبر
– মাদায়েনের প্রাসাদকে জিজ্ঞেস কর, দেখবে, সেথায় কা’কা’ দিচ্ছে তাকবীর। ‎
‎ لا تبالي لو أردنا … خلع هامات الجبال
– পরোয়া করিনা, সটকে পড়িনা মস্তকের স্তুপে আমরা পাহাড় গড়ি। ‎
‎ في سبيل الله سرنا … عبر ساحات القتال
– আল্লাহর পথে চলছি আমরা, ময়দান পাড়ি দিয়ে যুদ্ধের। ‎


ভিডিওটি দেখুন:

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী আন্দোলনকারী দুই শিক্ষার্থীর উপর আওয়ামী লীগের হামলা
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৪১