গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৪১

0
47

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ২৭ আগস্ট, মঙ্গলবার আরো ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যাকাটিতে নিহতের সংখ্যা ৪০ হাজার ৪৭০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো ৯৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ৪১ ফিলিস্তিনি নিহত এবং আরো ১১৩ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৪৭৬ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্বর এ হামলায় আরো অন্তত ৯৩ হাজার ৬৪৭ জন ব্যক্তি আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।


তথ্যসূত্র:
1. Israeli attacks kill 41 more Gazans as death toll surges to 40,476
– https://tinyurl.com/56x6vksw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || খান ইউনুসে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মুজাহিদদের একাধিক অতর্কিত আক্রমণ
পরবর্তী নিবন্ধবন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১