বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

0
77

দেশের ১১ জেলায় চলমান বন্যায় আরো চারজন ব্যক্তির প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলমান বন্যায় এখন পর্যন্ত নিহত হলেন ৩১ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ইতোমধ্যে দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা বন্যায় আক্রান্ত। ৭৩টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫২৮টি।

১১ জেলায় মোট ১২,২৭,৫৫৪ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৮,২২,৭৩৪ জন। মৃত লোকসংখ্যা ৩১ জন। এদের মধ্যে কুমিল্লা-১২, ফেনী- ২, চট্টগ্রাম-৫, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৬, ব্রাহ্মণবাড়িয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো দুজন, তারা মৌলভীবাজারের।


তথ্যসূত্র:
১. বন্যায় মৃত্যু বেড়ে ৩১, পরিস্থিতি উন্নতির আভাস
– https://tinyurl.com/4wrfarxp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৪১
পরবর্তী নিবন্ধঅধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বর্বর হামলায় নিহত ১১