অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বর্বর হামলায় নিহত ১১

0
69

অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ২৮ আগস্ট, বুধবার বড় ধরনের অভিযান শুরু করেছে হানাদার ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।

নিহতদের মধ্যে আল-ফারা শরণার্থী শিবিরে বিমান হামলায় পাঁচজন এবং জেনিনে ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছে বলে জানা গেছে।

অভিযানটিকে বেশ বড় এবং ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে, কারণ ইসরায়েলি বাহিনী একই সময়ে অন্তত চারটি ফিলিস্তিনি শহর জেনিন, তুলকারম, নাবলুস এবং তুবাসকে লক্ষ্য করে অভিযান শুরু করেছে।

২০০০-২০০৫ সাল পর্যন্ত ফিলিস্তিনি অভ্যুত্থান, দ্বিতীয় ইন্তিফাদার পর প্রথমবারের মত একসাথে বেশ কয়েকটি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,আজ ভোরে জেনিনের কাছের একটি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। জেনিন শহরের শরণার্থী শিবিরের প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া ইসরায়েলি বাহিনী জেনিনের একটি হাসপাতালে অভিযানের উদ্দেশ্যে প্রবেশ করেছে এবং তুলকারমে দুজনকে অবরুদ্ধ করে রেখেছে বলে জানা গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল পশ্চিম তীরে ৬৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সময়ে হাজার হাজার ফিলিস্তিনিকে আটকও করেছে ইসরায়েল।


তথ্যসূত্র:
1. 11 Palestinians killed in northern West Bank raids by Israeli army
– https://tinyurl.com/eyzftzdm
2.Israeli military launches major West Bank operation
– https://tinyurl.com/5tp9khzd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
পরবর্তী নিবন্ধবার্ষিক কর্মসম্পাদন প্রতিবেদন উপস্থাপন করল ইমারতে ইসলামিয়া সরকারের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়