সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ভারতবিরোধী পোস্টে লাভ রিয়েক্ট দেওয়ার কারণে এক বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। ২৭ আগস্ট, রবিবার এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মাইশা মেহজাবিন ভারতের আসামের শিলচরে “ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে” “ইলেকট্রনিক্স এন্ড কমিনিকেশন” বিভাগে ৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।
একই প্রতিষ্ঠান থেকে ছয় মাস পূর্বে স্নাতক শেষ করা অপর এক বাংলাদেশির করা এক ফেসবুক পোস্টে লাভ রিয়েক্ট দেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। সেই পোস্টটিকে ভারতবিরোধী বিবেচনা করে পোস্টে রিয়েক্ট করার কারণেই মাইশা মেহজাবিনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে কাছার পুলিশের সুপারিন্টেনডেন্ট নুমাল মহত্তা জানায়, তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়নি, তবে বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাকে ফেরত পাঠানো হয়েছে।
ওই শিক্ষার্থী পরবর্তী সময়ে পড়ালোখা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহত্তা জানায়, এই বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের “ভারতবিরোধী” কোনো কিছু করা থেকে বিরত থাকার কথাও বলে সে।
তথ্যসুত্রঃ
1.Bangladeshi student sent back after ‘Love’ emoji reaction on ‘anti-India post’ at NIT Silchar
-https://tinyurl.com/ys4j6wyf