গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

0
56

গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২৮ আগস্ট, বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

খান ইউনিসে, বাতন আল-সামিন এলাকায় আব্দুল রহমান পরিবারের একটি বাড়িতে দখলদারদের বোমা হামলার ফলে পাঁচজন নিহত এবং অন্যরা হয়েছে।

জাবালিয়া শরণার্থী শিবিরে, ক্যাম্পের কেন্দ্রস্থলে আল-টার্নস স্ট্রিটে জিয়াদা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত এবং অন্যরা আহত হয়।

মধ্য গাজা উপত্যকার আল-জাওয়াইদা এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে দখলদারি অভিযানের ফলে তিনজন নিহত হয়েছে।

এদিকে, গাজা শহরের পশ্চিমে আল-রিমাল পাড়ায় জিওন পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দুই বেসামরিক লোক নিহত এবং সাত জন আহত হয়েছে।

মধ্য গাজা উপত্যকার আল-নুসিরাত ক্যাম্পে আবু দালাল পরিবারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে দখলদারদের অভিযানের ফলে একজন সাংবাদিক এবং তার বোনও নিহত হয়েছেন।

এছাড়াও দখলদার যুদ্ধবিমানগুলি গাজা শহরের আল-জেইতুন, তাল আল-হাওয়া, শেখ আজলিন এবং আল-সাবরা এলাকায় তীব্র বিমান হামলা চালিয়েছে।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৫৩৪ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।


তথ্যসূত্র:
1.Death toll across Gaza Strip surges to 40,534, over 93,778 injured
– https://tinyurl.com/3ccd4fuv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান সামরিক হেলিকপ্টার বাজেয়াপ্ত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, কঠোর আপত্তি জানিয়েছে তালেবান প্রশাসন
পরবর্তী নিবন্ধফেনীতে বাঁধ কাটতে এসে ধাওয়া খেয়ে পালালো বিএসএফ