কাবুলে অবস্থিত জাতীয় গণমাধ্যম ও তথ্যকেন্দ্রে বার্ষিক কর্মসম্পাদন প্রতিবেদন উপস্থাপন করেছে ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। উক্ত প্রতিবেদনে সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচিতে তালেবান সরকারের অগ্রগতির তথ্য তুলে ধরা হয়।
বছর ব্যাপী আফগানিস্তানের বিভিন্ন সেনা ক্যাম্পে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির সংবাদ প্রকাশ করে এসেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিগত বছর (১৪০২ সৌর হিজরি সাল) সর্বমোট ১২হাজার ৭৮১জন তরুণ সফলভাবে বিভিন্ন সেনা প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন। এছাড়া ৭৩জন মেডিক্যাল শিক্ষার্থী সামরিক মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
বিগত বছর হযরত উবাইদাহ বিন জাররাহ রাযিয়াল্লাহু আনহু সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ৫হাজার ৪১৪জন ক্যাডেট স্নাতক সম্পন্ন করেছেন। হযরত নুমান বিন সাবিত রাযিয়াল্লাহু আনহু সামরিক একাডেমীতে ৩৯০জন ক্যাডেট শিক্ষার্থী নিয়োগ করা হয়েছে। মুয়াজ বিন জাবাল রাযিয়াল্লাহু আনহু সামরিক একাডেমীতে উচ্চ মাধ্যমিক স্কুল পাশ করা ৫০০জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এছাড়া বিমান বাহিনীর বিশ্ববিদ্যালয়ে নতুন করে ১২০জন ক্যাডেট শিক্ষার্থী তালিকাভুক্ত হয়েছেন।
তথ্যসূত্র:
1. Ministry of National Defense Unveils Annual Performance Report
– https://tinyurl.com/2yunsmyr