মসজিদে ঢুকে ৫ ফিলিস্তিনিকে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েলি সেনারা

0
79

এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে ঢুকে পাঁচজনকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় ২৯ আগস্ট, বৃহস্পতিবার পশ্চিম তীরের তুলকারেমে এই হত্যাকাণ্ড ঘটায় দখলদার ইসরায়েল। যা বিগত কয়েক দিন ধরে চলা অভিযানের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের একটি।

গত বুধবার ভোররাতে কয়েক শ ইসরায়েলি সৈন্য হেলিকপ্টার, ড্রোন এবং সাঁজোয়া যান নিয়ে পশ্চিম তীরের তুলকারেম, জেনিন ও জর্ডান উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীর মতে, ইসরায়েলি এই অভিযানের আগে গাজা ও পশ্চিম তীরের টেলিযোগাযোগব্যবস্থাও ব্যাহত করা হয়।

এদিকে, এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে মোট ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল নিহত হন ১২ জন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল ও বিমান হামলা চালানোর ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

নুর শামস ক্যাম্পে অভিযান চালানোর সময় ইসরায়েলি দখলদার সেনাদের গুলিতে ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় ছাত্র মাজদ দাউদ নিহত হয়েছেন। এরপরে তার মরদেহ নিয়ে যায় দখলদার বাহিনী এবং আহতদের চিকিৎসার জন্য মেডিকেল ক্রুদের শিবিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ জিব্রিল বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান ও হামলায় ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহমেদ জিব্রিল বলেন, জেনিন শহরে দুজন ফিলিস্তিনি, কাছাকাছি একটি গ্রামে চারজন এবং তুবাস শহরের কাছে একটি শরণার্থীশিবিরে আরও পাঁচজন নিহত হয়েছেন।

১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর অবৈধ ভাবে দখল করে নেয় ইসরায়েল। আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা ছড়িয়ে পড়েছে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে।


তথ্যসূত্র:
1.Five Palestinian fighters killed in West Bank mosque amid ongoing Israeli assault
– https://tinyurl.com/rwppx3ss
2.Five killed inside Tulkarm mosque, IDF says, as ‘concerning’ Israeli operations continue in West Bank
– https://tinyurl.com/zermyv3d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত বছর সাড়ে ১২ হাজারের অধিক সেনা প্রশিক্ষণ দিয়েছে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় আরও ৬৮ ফিলিস্তিনি নিহত