উত্তরপ্রদেশে গরুর গোশত রাখার মিথ্যা অভিযোগে পুলিশের অভিযানে ৫৫ বছর বয়সী মুসলিম মহিলার মৃত্যু

0
98

ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে পুলিশ গরুর গোশত মজুত ছিল এমন একটি তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে হামলা চালায় এবং পরিবারের নারী সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় ৫৫ বছর বয়সী এক মুসলিম মহিলার মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে ২৬শে আগস্ট,সোমবার বিজনোর জেলার খাতাই গ্রামে। মৃত ঐ মহিলার নাম রাজিয়া।

মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে,“চারজন পুলিশ কনস্টেবল বাড়িতে ঢুকে পরিবারের নারী সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে। আমরা যখন অনুনয়-বিনয় করতে থাকি তখন তারা বাড়িঘর ভাংচুর করে। পুলিশের আচরণের কারণে আমার মা আতঙ্কিত হয়েছিলেন। আমরা তাকে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাই, যেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন”।

নিহতের মেয়ে ফারহানা জানান, “চারজন কনস্টেবল কোনো সতর্কতা ছাড়াই তাদের বাড়িতে ঢুকে পড়ে, তারা আমাদের বাড়িতে গরুর গোশত মজুত করার অভিযোগ এনে বাড়িতে ঢুকেছিল। আমরা একাধিকবার অনুরোধ করেছি গরুর গোশত নেই। এমনকি আমরা রেফ্রিজারেটরও দেখিয়েছি”।

ফারজানা বলেন, আমার মা অভিযানে আপত্তি জানালে পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করে। “পুলিশ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। একজন কনস্টেবল তাকে ধাক্কা দিলে আমার মা পড়ে যান। তার একটি প্যানিক অ্যাটাক ছিল। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই কিন্তু পথেই তিনি মারা যান”।

মৃতের আরেক আত্মীয় বলেছেন,“মহিলারা উপস্থিত থাকলে একটি বাড়িতে প্রবেশ করার কোন নিয়ম নেই। তাছাড়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কোন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন না।”


তথ্যসূত্র:
1.55-year-old Muslim woman dies during police raid over ‘beef storage’ in UP’s Bijnor
– https://tinyurl.com/mwae82sa
2.UP: 55-year-old woman dies during police raid over ‘beef storage’
– https://tinyurl.com/3emamz2u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতি করে ২৩ মাসে রপ্তানি বেশি দেখানো হয় ২৬ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধউচ্চশিক্ষায় সুশাসনের দায়িত্বে থাকা ইউজিসির সাজ্জাদ নিজেই দুর্নীতিবাজ