শাবাবকে রুখতে মোগাদিশু প্রশাসনকে সামরিক হেলিকপ্টার দিলো ইতালি

1
275

সোমালিয়ায় ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের অগ্রগতি রুখতে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলাম বিরোধী শক্তিগুলো। সেই লক্ষ্যে ইতালি সরকার মোগাদিশু প্রশাসনকে সামরিক হেলিকপ্টার দিয়ে সহায়তা করেছে।

সূত্রমতে, ইতালি সরকার পশ্চিমা সমর্থিত মোগাদিশু প্রশাসনকে চারটি বেল 412EPX হেলিকপ্টার প্রদান করেছে। ইতালীয় সরকার কর্তৃক প্রদত্ত সামরিক হেলিকপ্টারগুলি আনুষ্ঠানিকভাবে ৩১ আগস্ট শনিবার মোগাদিশু প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বছরের জুলাই মাসে দুটি বেল 412EPX হেলিকপ্টার সরবরাহ করেছে ইতালি।

মোগাদিশু প্রশাসন সম্প্রতি প্রচুর পরিমাণে ভারি অস্ত্র ও সামরিক হেলিকপ্টার সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। বিশেষ করে গত বছরের ডিসেম্বরে দেশটির উপর থেকে জাতিসংঘ কর্তৃক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই প্রক্রিয়াটা তীব্র আকার ধারণ করেছে।

উল্লেখ্য যে, জাতিসংঘের এমন সিদ্ধান্তের প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে আশ-শাবাবের বিরুদ্ধে পরিচালিত হামলা থেকে মোগাদিশু প্রশাসন কোনো ফলাফল ঘরে তুলতে পারেনি। বিপরীতে সহায়তা স্বরূপ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া মোগাদিশু প্রাশাসনের এসব অত্যাধুনিক অস্ত্র যুদ্ধের ময়দানে গনিমত হিসাবে অর্জন করছে আশ-শাবাব, যা আশ-শাবাবকে সামরিকভাবে আরও শক্তিশালী করে তুলছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগ্যাস নেই জানা সত্ত্বেও প্রকল্পের নামে হরিলুট আওয়ামী সরকারের
পরবর্তী নিবন্ধটিএপি-৫০০কেভি প্রকল্পের বাস্তবায়ন এগিয়ে নিতে চুক্তি স্বাক্ষর করল আফগান বিদ্যুৎ বিভাগ