সম্প্রতি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের একটি প্রতিনিধি দল তুর্কমেনিস্তান সফর করেন। এই সফরে তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান ৫০০কেভি (সংক্ষেপে TAP-500KV) বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত গুরত্ব সহকারে আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনা অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়া সরকারের বিদ্যুৎ বিভাগ ও তুর্কমেনিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির বিষয়বস্তু ছিল, প্রকল্পটি বাস্তবায়নের জন্য উভয় দেশেই অনুকূল পরিবেশ তৈরি করা। অর্থাৎ এটি বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সুবিধা সম্বলিত কাঠামো নির্মাণ করা, একই সাথে প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিসমূহ চূড়ান্ত করা।
এতে ইমারতে ইসলামিয়া সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন বিদ্যুৎ বিভাগ(দা আফগানিস্তান ব্রেশনা শেরকাত) এর নির্বাহী মহাপরিচালক জনাব আব্দুল বারি উমর হাফিযাহুল্লাহ। প্রকল্পের বাস্তবায়ন এগিয়ে নিতে চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বিবেচনা করছেন বিশ্লেষকগণ।
পূর্ব প্রস্তাবনা অনুযায়ী, উক্ত প্রকল্প বাস্তবায়িত হলে তুর্কমেনিস্তানে উৎপাদিত প্রায় ৪হাজার মেগাওয়াট বিদ্যুৎ আফগানিস্তান ও পাকিস্তানে সরবরাহ করা হবে। তবে আফগানিস্তানের মধ্য দিয়েই বিদ্যুৎ ক্রয় করতে হবে পাকিস্তান সরকারকে। তাই ট্রানজিট ফি হিসেবে প্রতিবছর ৫০ মিলিয়ন ডলার ইমারতে ইসলামিয়া সরকারের রাজস্ব খাতে যোগ হবে। এছাড়া এই প্রকল্পের আওতায় অসংখ্য আফগানবাসী কর্মসংস্থানের সুযোগ লাভ করবে।
তথ্যসূত্র:
1) Afghanistan and Turkmenistan Sing TAP project Agreement
– https://tinyurl.com/2px2ru5z