সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

0
196

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। সে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। গত ০১ সেপ্টেম্বর, রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের একটি দল নিহতের বাড়িতে গেলে খবরটি এলাকায় জানাজানি হয়।

জানা যায়, তাদের এক ছেলে ভারতের ত্রিপুরায় থাকে। তাকে দেখতে স্বর্ণা ও তার মা সঞ্জিতা দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় তাদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিল। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। তাদের সঙ্গে থাকা দম্পতিও আহত হয়।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের লালারচক বিওপির টহল কমান্ডার নায়েক ওবায়েদ জানায়, কয়েকজন বাংলাদেশি চোরাইপথে ভারতে যেতে চেয়েছিলেন। এর মধ্যে একজন বিএসএফের গুলিতে মারা গেছেন বলে তারা জেনেছেন।


তথ্যসূত্রঃ
কুলাউড়ায় বিএসএফের গুলিতে কিশোরী নিহত
-https://tinyurl.com/r85c9eb9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি গণহত্যার ৩৩৩ দিন,নিহত বেশ কয়েকজন
পরবর্তী নিবন্ধসরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, শ্রমিক ধর্মঘটের ডাক