সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, শ্রমিক ধর্মঘটের ডাক

0
292

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ছয় জিম্মিকে মৃত উদ্ধারের পর নতুন করে এই বিক্ষোভ শুরু হয়।

ইসরায়েলি বিক্ষোভকারীদের দাবি, এখনই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। একই দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ০১ সেপ্টেম্বর, রবিবার রাতে ইসরায়েলি বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষও হয়েছে। ১১ মাস আগে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে যতগুলো বৃহৎ সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে, তার মধ্যে রবিবারের বিক্ষোভ অন্যতম।

এসময় বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তাগুলো অবরোধ করেন এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান। এ সময় বিক্ষোভকারীরা ‘এখন! এখন!’ স্লোগান দিয়ে অনতিবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির দাবি জানান।

গাজায় জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’ এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ থামাতে এবং তাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহুর ‘ব্যর্থতার ফল’ হলো এই ছয় জিম্মির মৃত্যু।

এদিকে, যুদ্ধবিরতির জন্য সরকারকে চাপ দিতে ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ফেডারেশন হিস্টাড্রুত। গত ৭ অক্টোবরের পর এই প্রথমবার এ ধরনের পদক্ষেপ নিল তারা।

ইউনিয়ন বলেছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ থাকবে। এটি ইসরায়েলের প্রধান বিমান পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। বিমানবন্দরটি বন্ধ থাকলে দেশটির ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবাসহ অর্থনীতির সব প্রধান খাতই ক্ষতিগ্রস্ত হতে পারে।

হিস্টাড্রুটের প্রধান আর্নন বার-ডেভিড বলেছে, ‘একটি চুক্তি অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা চুক্তির পরিবর্তে লাশের ব্যাগ পাচ্ছি।’

ইসরাইলের অর্থনৈতিক কেন্দ্র তেলআবিবের পৌর পরিষেবাগুলোও সোমবারের এই ধর্মঘটে বন্ধ থাকবে। ইসরাইলের ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, তারা এই ধর্মঘটকে সমর্থন করেছে এবং বন্দিদের জীবিত ফিরিয়ে আনতে সরকার তার ‘নৈতিক দায়িত্ব’ পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে।


তথ্যসূত্র:
1. Israel brought to a near halt as strikes and protests pressure Netanyahu to secure a Gaza hostage deal
– https://tinyurl.com/2rrhw7t6
2.Tens of thousands rally in Israel calling for hostage release deal
– https://tinyurl.com/46mky4fa
– https://english.wafa.ps/Pages/Details/148720

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত
পরবর্তী নিবন্ধবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জন, ক্ষতিগ্রস্ত অর্ধ  কোটির বেশি মানুষ